Sreela Majumdar: প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার

Sreela Majumdar

Sreela Majumdar: মাত্র ১৬ বছর বয়সে সিনেমার হাত ধরেন যিনি, ১৯৮০ সালে মৃণাল সেনের সেরা ছবি পরশুরামের মাধ্যমে যাঁর উজ্জ্বল আত্মপ্রকাশ, সেই অভিনেত্রীই আজ চলে গেলেন তারাদের দেশে। কাঁদিয়ে দিয়ে গেলেন প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। গৌতম চট্টোপাধ্যায়ের ‘মহীনের ঘোড়াগুলি’র চুম্বক চরিত্র আর নেই। চলে গিয়েছেন।

কী হয়েছিল তাঁর (Sreela Majumdar)? অনেকদিন হল রুপালি পর্দায় অধরা ছিলেন অভিনেত্রী? হঠাৎ এমন দুর্ঘটনা ঘটে গেল কীভাবে?

   

মাত্র ৬৫ বছর বয়সে হারিয়ে গিয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, প্রায় ২-৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন স্বর্ণযুগের এই অভিনেত্রী। অবশেষে সব অবসান। না ফেরার দেশে এখন বাংলার কিংবদন্তী শ্রীলা মজুমদার। স্ত্রীয়ের এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না শ্রীলা মজুমদারের স্বামী। টালিগঞ্জে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ মজুমদারের। আজ রাতেই হবে নায়িকার শেষকৃত্য (Sreela Majumdar)।

বাংলায় অন্যতম অভিনেত্রী শ্রীলা মজুমদারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও একসময় জমিয়ে কাজ করেছেন অভিনেত্রী। কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের হাত ধরেই অভিনয় জগতে আসেন শ্রীলা। সেই কালজয়ী পরিচালকের জন্ম শতবর্ষেই হারিয়ে গেলেন অভিনেত্রী। সেকালে পারিবারিক সিনেমায় নজর কেড়েছেন শ্রীলা। বাস্তব জীবনের ঘাত-প্রতিঘাত নিয়ে ছবি করেছেন তিনি। বড় পর্দা ভাগ করে নিয়েছেন, শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিরউদ্দিন শাহের মতো তাবর তাবর অভিনেতাদের সঙ্গে। একাধিক বলিউড নায়িকার হয়ে বাংলা ছবিতে কণ্ঠ দিয়েছেন শ্রীলা। আর নায়িকার মৃত্যুর খবর শুনে রীতিমত ভেঙে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন