Pakistan: পাঠানকোটের মতো হামলা পাক বিমান ঘাঁটিতে, হামলাকারী ‘জঙ্গিরা খতম’

ভারতে ২০১৬ সালে পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তানের (pakistan) জঙ্গিরা জড়িত প্রমাণ মিলেছিল। পাঠানকোট হামলার সাত বছরের মাথায় এবার পাক বিমান…

Pakistan1

ভারতে ২০১৬ সালে পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তানের (pakistan) জঙ্গিরা জড়িত প্রমাণ মিলেছিল। পাঠানকোট হামলার সাত বছরের মাথায় এবার পাক বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা হলো। পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি ট্রেনিং এয়ার বেসে এই হামলা হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আছে মিয়ানওয়ালি ট্রেনিং এয়ার বেস। ভারতের পাঠানকোট সে দেশের পাঞ্জাব রাজ্যে অবস্থিত।  দুই দেশের দুই পাঞ্জাবে থাকা দুটি দেশেরই বিমান বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার পারস্পরিক বিশ্লেেষ়ণ চলছে।

পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি ট্রেনিং বিমান ঘাঁটিতে সংঘটিত জঙ্গি হামলা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।শনিবার ভোরে এই জঙ্গি হামলা হয়। পাল্টা জবাব দেয় পাক সেনাও। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হামলায় তিন জঙ্গি খতম হয়েছে জানা যাচ্ছে।এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ। এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, ‘২০২৩ সালের ৪ নভেম্বর ভোরে পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি ট্রেনিং এয়ার বেসে একটি জঙ্গি হামলা চালানো হয়। তবে পাক সৈন্যদের তৎপরতায় সেই হামলা ব্যর্থ করা হয়েছে, কর্মী এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। “

   

বিবৃতিতে আরও বলা হয়, ঘাঁটিতে প্রবেশের সময় তিন জঙ্গিকে নিকেশ করা হয় এবং গুলির লড়াই চলার সময় বাকি তিন জঙ্গিকে ঘিরে ফেলে সেনাবাহিনী। তাদেরকে আটক করা হয়েছে। হামলায় বিমানঘাঁটির ভেতরে অবস্থানরত একাধিক বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানানো হয়েছে।আর কোনোও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার জন্যে আশেপাশের এলাকায় শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় বেশ কয়েকটি ঘটনায় অন্তত ১৭ জন সেনা নিহত হওয়ার পর এই ঘটনা ঘটলো।এর মধ্যে রয়েছে গোয়াদারে জঙ্গি হামলা, ডেরা ইসমাইল খানে রিমোট-নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ এবং  লাক্কি মারওয়াতে নিরাপত্তা অভিযান। চতুর্থ ঘটনা, ডেরা ইসমাইল খানে আরেকটি রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরণে পাঁচ জন নিহত এবং পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছিল।