Ration Scam: মন্ত্রী জ্যোতিপ্রিয়র রহস্যজনক মেরুন ডায়েরি ঘিরে চাঞ্চল্য

Ration Scam Unveils Mystery: Minister Jyotipriya Mallick's Maroon Diaries Spark Intrigue

রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) জ্যোতিপ্রিয় মল্লিকের (Minister Jyotipriya Mallick) বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি মেরুন ডায়েরি, নগদ টাকা ও মোবাইল। তবে এই মেরুন ডায়েরি ঘিরে রয়েছে রহস্য। যেখানে রয়েছে তিন কোম্পানির তথ্য। এর আগেও নজরে এসেছে তৃণমূলের নেতাদের পাশে কিছু ব্যবসা থাকে। তারা নেতার তুলনায় ব্যবসায়ী বেশি।

পার্থ চট্টপাধ্যায় সাতটি কোম্পানির মালিক ছিলেন। আর জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগ রয়েছে ৩ টি কোম্পানির। লেনদেন সংক্রান্ত সকল তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে লেখা রয়েছে এই মেরুন ডায়েরিতে।

   

জানা গিয়েছে বাকিবুর রহমানের সঙ্গে লেনদেনের সমস্ত তথ্য লেখা রয়েছে সেই ডায়েরিতে। যাকে চিনতে অস্বীকার করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এর পাশাপাশি আর কোন কোন খাতে কত টাকা রয়েছে সেই বিষয় লেখা রয়েছে।

এখানেই উঠছে এক বড় প্রশ্ন।জ্যোতিপ্রিয় মল্লিকের নামে বেনামে এখানে সকল লেনদেনের তথ্য রয়েছে। যেখানে দুর্নীতির হিসেব স্পষ্ট। তা সত্বেও তৃণমূল দল গলা হাকিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

এই বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ” গত ৮ বছরে এই সিবিআইয়ের দ্বারা যতগুলো কেস হয়েছে তার একটারও শাস্তি হয়নি। এটি একটি ভয়ের পরিবেশ তৈরি করা যাতে আমরা তাদের প্রতি এগ্রেসিভ হতে না পারি। বিজেপি এবার বুঝতে পেরেছে যে বাংলায় তাদের অবস্থা আরো খারাপ। আগামী লোকসভা নির্বাচনে তাদের অবস্থা আরো কাহিল হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন