ISL: জামশেদপুরকে হারিয়ে ফের শীর্ষে মোহনবাগান সুপারজায়ান্টস

ফের জয়ের সরণিতে সবুজ-মেরুন (Mohun Bagan Supergiants)। নির্ধারিত সূচী অনুযায়ী আজ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) অ্যাওয়ে ম্যাচ খেলতে জামশেদপুর এফসির (Jamshedpur FC) মুখোমুখি হয়েছিল হুয়ান…

Mohun Bagan Supergiants

ফের জয়ের সরণিতে সবুজ-মেরুন (Mohun Bagan Supergiants)। নির্ধারিত সূচী অনুযায়ী আজ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) অ্যাওয়ে ম্যাচ খেলতে জামশেদপুর এফসির (Jamshedpur FC) মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। ম্যাচের আগে দলের মধ্যে একাধিক সমস্যা দেখা দিলেও তার কোনও প্রভাব সেরকম ভাবে দেখা গেল না এই ম্যাচে।

সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল কলকাতার এই প্রধান। যা দেখে খুশি সকলেই। উল্লেখ্য, ম্যাচ শুরুর কিছুটা সময় পরেই জামশেদপুরের কাছে পিছিয়ে গিয়েছিল গতবারের আইএসএল জয়ীরা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। খুব সহজেই গোল করে সমতায় ফেরে মোহনবাগান। তারপর ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষ দল ১০ জনে হয়ে গেলেও নিজেদের আক্রমণের ঝাঁঝ কমায়নি শুভাশিস ব্রিগেড। যারফলে, নিজেদের দলের একাধিক ফুটবলার মাঠের বাইরে থাকলেও অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট পেতে সমস্যা হয়নি তাদের।

সবুজ-মেরুনের হয়ে গোল করেন যথাক্রমে আলবেনিয়ান তারকা তথা আর্মান্দো সাদিকু, লিস্টন কোলাসো ও তরুণ তারকা কিয়ান নাসিরি। অন্যদিকে, জামশেদপুর দলের হয়ে গোল করেন সানান ও আমরি। আজ ম্যাচ শুরুর ঠিক ৭ মিনিটের মাথায় বাগান দূর্গ ভেদ করে গোল করে যান জামশেদপুর দলের তরুণ ফুটবলার সানান।

যারফলে, কিছুটা হলেও চাপে পড়ে যায় বাগান ব্রিগেড। তবে ২৯ মিনিটের মাথায় ভারতীয় তারকা সাহাল আব্দুল সামাদের অনবদ্য পাস থেকে গোল করে যান আর্মান্দো সাদিকু। সমতায় ফেরে পালতোলা নৌকা ব্রিগেড। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। প্রথমার্ধের শেষে বজায় থাকে এই ফলাফল।

তারপর দ্বিতীয়ার্ধ থেকে প্রতিপক্ষ দলকে প্রবল চাপ দিতে শুরু করে মোহনবাগান। যা সামাল দিতে গিয়ে কার্যত হিমসিম খেতে হয় স্কট কুপারের ছেলেদের। মিনিট পঞ্চাশের মাথায় অনবদ্য গোল করেন তারকা উইঙ্গার লিস্টন কোলাসো। ফলাফল হয় ২-১ গোল। তবে প্রতি আক্রমণে উঠতে ভোলেনি জামশেদপুর দল। এসবের মাঝেই লাল কার্ড দেখতে হয় তাদের এক তারকা ফুটবলারকে।

যারফলে, ১০ জন হয়ে যায় জামশেদপুর। এই সুযোগ কাজে লাগিয়েই তিয়াত্তর মিনিটের মাথায় গোল করে দলের ব্যবধান বাড়ান কিয়ান নাসিরি। ফলাফল গিয়ে দাঁড়ায় ৩-১ গোল। তবে শেষ মুহূর্তে গোল করে জামশেদপুরের ব্যবধান কমান স্টিভ আমরি।