প্রধানমন্ত্রীর হাত ধরে ঐতিহাসিক মঞ্চে স্থান পেল কলকাতা!

এই মুহূর্তে চিনের মাটিতে এক ঐতিহাসিক মুহূর্ত। গালওয়ান কাণ্ডের সাত বছর পর চিনে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Kolkata)। এর আগে অবশ্য তিনি জাপান সফর…

Kolkata creats history

এই মুহূর্তে চিনের মাটিতে এক ঐতিহাসিক মুহূর্ত। গালওয়ান কাণ্ডের সাত বছর পর চিনে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Kolkata)। এর আগে অবশ্য তিনি জাপান সফর শেষ করেছেন। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কের উপরে শুল্ক চাপিয়ে ভারতকে পর্যুদস্ত করার চেষ্টা করেছিল।

কিন্তু প্রধানমন্ত্রী তার এই চীন সফরে বুঝিয়ে দিয়েছেন রাশিয়া, জাপান এবং চিন এই মুহূর্তে ভারতের পাশে। এই ত্রিশক্তি পৃথিবীর যেকোনো শক্তিকে চাপে ফেলতে পারে এক মুহূর্তে।

   

কিন্তু এখানেই শেষ নয় প্রধানমন্ত্রীর হাত ধরে কলকাতাও (Kolkata) স্থান পেয়েছে বিশ্বমঞ্চে। গ্ৰুপ ফটো সেশনের মঞ্চের পিছনে জ্বলজ্বল করতে দেখা গেল গঙ্গা এবং তার উপরে হাওড়া ব্রিজ। এতদিন চিনারা কলকাতা বলতে কমিউনিস্টদের কোলকাতাকেই চিনত।

কিন্তু আজ প্রধানমন্ত্রীর হাত ধরে কলকাতার হেরিটেজ স্থান পেল চিনের মঞ্চে। সবচেয়ে বড় কথা নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধান মন্ত্রী এবং ভারতবর্ষ জুড়ে অগুনতি স্থাপত্য আছে যা ভারতের প্রতিনিধিত্ত্ব করতে পারত।

এমনকি মোদী রাজ্যেই এমন অনেক স্থাপত্য আছে যা দিয়ে তিনি ভারতকে চেনাতে পারতেন। তা সত্ত্বেও বিশ্বের দরবারে স্থান পেয়েছে গঙ্গার উপর হাওড়া ব্রিজ। এছাড়াও আরও বিভিন্ন দেশের প্রতীকী স্থাপত্য ছবিতে ধরা পড়েছে। তবে কলকাতাবাসীদের কাছে সবচেয়ে গর্বের বিষয় হল সমস্ত স্থাপত্যের সামনে দৃশ্যমান হয়েছে কলকাতার ইতিহাসের সাক্ষী এই হাওড়া ব্রিজ।

Advertisements

স্বভাবতই এই ছবি কলকাতাবাসীর কাছে যথেষ্ট গর্বের এবং অহংকারের। দেড়শ বছর আগে ইংরেজদের হাতে তৈরী হওয়া এই সেতু কলকাতার ঐতিহ্য এবং এই সেতু এমন এক মনীষীর নামাঙ্কিত যিনি নিজেও বিশ্বকবি হিসেবে ভারতকে স্থান দিয়েছিলেন বিশ্ব মঞ্চে। আজ সেই রবি ঠাকুরের নামাঙ্কিত সেতু আবারও বিশ্বমঞ্চে কলকাতাকে জায়গা করে দিয়ে রোমাঞ্চ তৈরী করেছে কলকাতাবাসীর বুকে।

এসসিও শীর্ষ সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আয়োজক চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একসাথে দেখা গেল। গ্রুপ ফটো সেশনের সময়, এসসিও-র সকল সদস্য এক মঞ্চে একসাথে উপস্থিত ছিলেন।

১ সেপ্টেম্বর থেকে হেলমেট ছাড়া পেট্রোল নয়, এই রাজ্যে লাগু নতুন নিয়ম

প্রধানমন্ত্রী মোদী যখন এসসিও শীর্ষ সম্মেলনের মঞ্চে পৌঁছান, তখন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর এই বৈঠক নিয়ে যথেষ্ট আশাবাদী সমগ্র ভারতবাসী।