Indian Navy: হামলা ও জলদস্যু রুখতে একাধিক যুদ্ধজাহাজ নামাল নৌসেনা

ভারতগামী একটি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলার পর বড়সড় সিদ্ধান্ত ভারতীয় নৌসেনা (Indian Navy)। আরব সাগরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যুদ্ধজাহাজ আইএনএস মর্মুগাও, আইএনএস…

Merchant ship MV Chem Pluto

ভারতগামী একটি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলার পর বড়সড় সিদ্ধান্ত ভারতীয় নৌসেনা (Indian Navy)। আরব সাগরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যুদ্ধজাহাজ আইএনএস মর্মুগাও, আইএনএস কোচি ও আইএনএস কলকাতা মোতায়েন করা হয়েছে।দূরপাল্লার টহল বিমান পি-৮আই দফায় দফায় নজরদারি চালাচ্ছে বলে জানানো হয়েছে।

কয়েকদিন আগেই ভারতগামী এক জাহাজ অপহরণ করেছিল ইয়েমেমের হুথি জঙ্গি গোষ্ঠী। এরপর সম্প্রতি আবার আরব সাগরে সোমালি জলদস্যুদের পাল্লায় পড়েছিল একটি পণ্যবাহী জাহাজ। আর ২৩ ডিসেম্বর ভারতগামী একটি ট্যাঙ্কার জাহাজ ড্রোন হামলার শিকার হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি ঠিকই। তবে এই অঞ্চলে জাহাজ চলাচলের বিষয়ে সতর্কতা জারি করে ব্রিটিশ সামরিক বাহিনী।

রিপোর্ট অনুযায়ী, ভারত মহাসাগরে একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয় শনিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ। ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন বলে জানা গিয়েছে। তবে জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতীয় নৌবাহিনীর বিস্ফোরক অর্ডিন্যান্স ডিসপোজাল টিম জাহাজটি পরিদর্শন করে হামলার ধরন ও প্রকৃতি সম্পর্কে প্রাথমিক মূল্যায়ন করে। নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, জাহাজে পাওয়া হামলাস্থল ও ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে ড্রোন হামলার বিষয়ে ইঙ্গিত করেছে। তবে ব্যবহৃত বিস্ফোরকের ধরন ও পরিমাণ সহ আক্রমণের ভেক্টর নির্ধারণের জন্য আরও ফরেনসিক এবং প্রযুক্তিগত বিশ্লেষণের প্রয়োজন হবে।

রোববার পেন্টাগনের এক মুখপাত্র বলেন, এমভি কেম প্লুটো ‘ইরান থেকে ছোড়া একতরফা ড্রোনের’ আঘাতে বিধ্বস্ত হয়েছে।ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরক অর্ডিন্যান্স টিমের দ্বারা জাহাজটির বিশ্লেষণ শেষ হওয়ার পরে বিভিন্ন সংস্থার যৌথ তদন্ত শুরু হয়েছে।