Tuesday, October 14, 2025
HomeTop StoriesCPIM: বর্ধমানে মীনাক্ষীকে দেখতে জনতার ঢল, ইনসাফ যাত্রায় সামিল কমলেশ্বর

CPIM: বর্ধমানে মীনাক্ষীকে দেখতে জনতার ঢল, ইনসাফ যাত্রায় সামিল কমলেশ্বর

পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমান জেলায় রাজ্য বিধানসভার বিরোধী দল বিজেপি নেমে গেছে তিন নম্বরে। আর শাসকদল তৃ়ণমূলের সাথে পাল্লা দিয়েছে (CPIM) সিপিআইএম। জেলার গ্রামাঞ্চলে বাম শিবিরের ভোট বৃদ্ধিতে শহরাঞ্চলেও গুঞ্জন, ‘ফের ফিরবে বামফ্রন্ট’। তবে লোকসভা নির্বাচনে বাম শিবিরের শূন্য ঝুলি ভরবে কিনা তা নিয়ে চর্চা চলছে। এই আবহে রাজ্যজুড়ে বাম যুব সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে চলছে কোচবিহার থেকে ইনসাফ পদযাত্রা। রবিবার মীনাক্ষী সহ বিশাল বাম পদযাত্রা পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমানে ঢুকতেই জনতার ঢল নামল।

Advertisements

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন জেলার বাঁকুড়া মোড়ে ইনসাফ পদযাত্রা এসে পৌঁছতেই বাম কৃষক সংগঠন ও বিভিন্ন বাম গণসংগঠনের তরফে মীনাক্ষী মুখার্জিকে সংবর্ধনা জানানো হয়। ধানের শীষের বোঝা নিয়ে কৃষক মহিলারা মিছিলে অংশ নেন। ইনসাফ পদযাত্রা দামোদর নদ পার করে বর্ধমান শহরে ঢোকে। মীনাক্ষী মুখার্জিকে দেখতে জিটি রোডের দুপাশে সকাল থেকেই ভিড় জমে যায়। সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটি জানিয়েছে, রবিবার বর্ধমান শহরে ইনসাফ পদযাত্রায় অংশ নেবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ডা: কমলেশ্বর মুখোপাধ্যায়।

Advertisements

সিপিআইএম ঘনিষ্ঠ কমলেশ্বর মুখার্জি বরাবর রাজ্য সরকারে থাকা তৃণমূল ও বিজেপি বিরোধী অবস্থান নেন। তিনি বাম মতাদর্শের দেশে চর্চিত বুদ্ধিজীবী। মীনাক্ষীর পাশে পরিচালক কমলেশ্বরকে দেখতেও ভিড় জমে।

কোচবিহার থেকে শুরু ইনসাফ পদযাত্রা উত্তরবঙ্গের সব জেলা ছুঁয়ে দক্ষিণবঙ্গ ঘুরছে। পদযাত্রা শেষে কলকাতায় হবে ব্রিগেড সমাবেশ। এমনই জানিয়েছে বাম যুব সংগঠন DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments