সিপিএমের অভিযোগ সিঙ্গুরে মৃত নার্সের দেহ নিয়ে পালিয়েছে পুলিশ

লাল পতাকা নিয়ে মৃত নার্সের দেহ আটকে রেখে সিপিআইএম সমর্থকদের বিক্ষোভে সিঙ্গুর সরগরম। পুলিশের লাঠিচার্যের সামনে দফায় দফায় আক্রমনাত্মক বাম সমর্থকরা। মৃতের পরিবার তাদের কন্যার…

সিপিএমের অভিযোগ সিঙ্গুরে মৃত নার্সের দেহ নিয়ে পালিয়েছে পুলিশ

লাল পতাকা নিয়ে মৃত নার্সের দেহ আটকে রেখে সিপিআইএম সমর্থকদের বিক্ষোভে সিঙ্গুর সরগরম। পুলিশের লাঠিচার্যের সামনে দফায় দফায় আক্রমনাত্মক বাম সমর্থকরা। মৃতের পরিবার তাদের কন্যার দেহ পাননি। দেহ ময়নাতদন্তের নামে সিঙ্গুর থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। আর সিরিআইএমের দাবি, দেহ নিয়ে পালিয়েছে পুলিশ। দলীয় দৈনিক মুখপত্রের ওয়েব সংস্কর়ণে এমনই লেখা হয়েছে।

বৃহস্পতিবার সিঙ্গুরের বড়া তেলিয়ার মোড়ের একটি নার্সিংহোমে কর্মরত অবস্থায় মারা যান এই নার্স। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তার বাড়িতে জানানো হয় যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছ দেহ। পরিবারের দাবি, এই মৃত্যু সন্দেহজনক তাকে খুন করা হয়েছে।

   

শুক্রবার মৃত নার্সের দেহের ময়নাতদন্ত হয়নি। তার দেহ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে কেন বাইরে নিয়ে যাওয়া হল তার জবাব চেয়ে বাম সমর্থকদের বিক্ষোভ চরমে ওঠে। অভিযোগ ময়নাতদন্ত না করে এই নার্সের দেহ সরানো হয়েছে।

Advertisements

গতবছর আরজি কর হাসপাতাল থেকে মৃত চিকিৎসকের দেহ বহনকারী গাড়ি আটকে দিয়েছিলেন মীনাক্ষী মুখার্জিসহ বাম ছাত্র-যুবরা। তার পর থেকে আরজি কর কান্ডে দেশের সর্বত্র ও বিদেশেও ক্ষোভ ছড়ায়। এবার নার্সের রহস্যজনক মৃত্যুর জেরে বিক্ষোভের কেন্দ্র সিঙ্গুর।

মৃত নার্সের বাবাচিঠি দিয়ে দেহ সরিয়ে দেওয়ার অভিযোগ জানান পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। নার্সিংহোমের মালিককে গ্রেফতার করার দাবি জানান। তার অভিযোগ করেছেন কন্যাকে হত্যা করা হয়েছে।  পরিবারের দাবি ময়নাতদন্ত ওয়ালস হাসপাতালেই হোক। এর মাঝে দেহ কেন সরানো হল বিতর্ক তুঙ্গে