CPIM: ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয়র সম্পত্তি কত? বিস্ফোরক তথ্য দিলেন সেলিম

রেশন দুর্নীতির তদন্তে ইডি গ্রেফতার করেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এর পরই সিপিআইএম প্রবল আক্রমণ শুরু করেছে। মন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় বারবার ফতোয়া দিয়েছিলেন সিপিএমের সমর্থকদের সামাজিক…

MD Salim

রেশন দুর্নীতির তদন্তে ইডি গ্রেফতার করেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এর পরই সিপিআইএম প্রবল আক্রমণ শুরু করেছে। মন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় বারবার ফতোয়া দিয়েছিলেন সিপিএমের সমর্থকদের সামাজিক বয়কট করার। সেই ফতোয়া ধরে সিপিআইএমের কটাক্ষ,এবার জেলের ভাত খাক জ্যোতিপ্রিয়। এবার সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাঁর ফেসবুক পেজে দাবি করেছেন, গত পাঁচ বছরে মন্ত্রী জ্যোতিপ্রিয়র সম্পত্তি বেড়েছে ৩১৬ শতাংশ! জ্যোতিপ্রিয়র সম্পত্তির যে হিসেব মহন্মদ সেলিম দিয়েছেন, তাতে বলা হয় প্রতি বছরে ৮ লাখ টাকার সম্পত্তি বেড়েছে মন্ত্রীর।

জ্যোতিপ্রিয়র গ্রেফতারি প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেফতার হয়েছেন, স্বাভাবিক নতুনত্ব কী আছে। মুখ্যমন্ত্রী জানতেন। জানতেন বলেই তিনি গতকাল বলেছিলেন ওঁর কিছু হয়ে গেলে এফআইআর করব। খেয়াল করে দেখুন ঠিক অনুব্রতর সময়েও এই কথা বলেছিলেন। তিনি জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘেরাও হবে, যদি তাঁর মনে হয় অন্যায় হয়েছে তাহলে তিনি সিজিও কমপ্লেক্সে ঘেরাও করলেন না কেন। এই প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী।

রাজীব কুমারের সময় রাস্তায় বসেছিলেন, এখন বসলেন না কেন‌। জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে রাজীব কুমার বেশি গুরুত্বপূর্ণ। না জানার তো কারণ নেই। ডাইনে বায়ে সবাই দুর্নীতি করেছে‌‌ । সঙ্গী-সাথী এমনকি পরিবারকে পর্যন্ত কলুষিত করলেন। মেয়ের নামে চার কোটি টাকা, সাথে বহু কল‌। যত অপরাধ করবেন অপরাধীর মতো থাকতে হবে। তখন লম্বা চওড়া কথা বললে হবে না। “আমি ষড়যন্ত্রের শিকার”, কার ষড়যন্ত্র? তাহলে উপরিমহল তাকে ষড়যন্ত্র করে মন্ত্রী বানিয়ে টাকা খাবেন ভেবেছিলেন?

সুজন আরও বলেন মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার বলেছেন ” আমি দশ কোটি মানুষকে রেশন দিই। “মুখ্য সচিব বলেছেন বিধানসভায়। আমি বিধানসভায় জিজ্ঞেস করেছি “পশ্চিমবঙ্গের সাড়ে নয় কোটি জনগণ, অন্তত ২০ শতাংশ মানুষ রেশন নেন না। তাহলে খুব বেশি হলে সাড়ে সাত কোটি মানুষ রেশন নেন। বাকি আড়াই কোটি ভূতে নিচ্ছ?” এই চিত্রটা কোভিডের আগেও। ফলে প্রতি সপ্তাহে আড়াই কোটি লুঠ হচ্ছে। লুঠ হয়েছে অর্গানাইজড ভাবে। ওদের দলে লুঠ করবে যারা, তারাই প্রায়োরিটি পায়। ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের উপরে কালীঘাট, নবান্ন নিজেদের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করছে।

সুজনের এমন দাবির পর রাজনৈতিক মহলের প্রশ্ন, মুখ্যমন্ত্রী কী জানতেন বলে ইঙ্গিত করেছেন সুজন চক্রবর্তী? বৃহস্পতিবার যখন বনমন্ত্রীর কলকাতার বাড়িতে ইডি তল্লাশি ও জেরা চলছিল তখন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় বলেছিলেন, ”বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করব।” তাঁর এই হুঁশিয়ারির পর শেষ রাতে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে।