Bankura: বাঁকুড়ায় বিজেপি কর্মীর হাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার, আক্রান্ত পুলিশ

এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত তিনি। গত পঞ্চায়েত ভোটে বিজেপির শিবিরের হয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। এমনই সক্রিয় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল বাঁকুড়ার…

এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত তিনি। গত পঞ্চায়েত ভোটে বিজেপির শিবিরের হয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। এমনই সক্রিয় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি নিধিরামপুরে। মৃতের নাম শুভদীপ মিশ্র। শুভদীপকে খুন করা হয়েছে বলে দাবি তার আত্মীয়দের।

বুধবার সকালে বাড়ির অদূরে একটি গাছ থেকে শুভদীপের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার হাত বাঁধা ছিল। এরপরেই প্রশ্ন, এভাবে কেউ আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিজেপি কর্মী শুভদীপের অস্বাভাবিক মৃত্যুর জেরে নিধিরামপুরে চাঞ্চল্য। বিজেপি সমর্থকরা ক্ষোভ দেখাচ্ছেন। অভিযোগ, শুভদীপকে খুন করা হয়েছে। খুনের পর তার দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যান শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। তিনিও মনে করছেন খুন করা হয়েছে বিজেপি কর্মী শুভদীপকে। তিনি জানান, পুলিশ তদন্ত করছে। তদন্ত রিপোর্ট আসার পর সব স্পষ্ট হবে।

শুভদীপের অস্বাভাবিক মৃত্যুর কারণ কি রাজনৈতিক নাকি অন্য কিছু তা নিয়েও প্রশ্ন। তবে বিজেপি সমর্থকদের দাবি, এর আগেও রাজ্যে একাধিক দলীয় সমর্থকের ঝুলন্ত দেহ মিলেছে। শুভদীপের হাত কেন বাঁধা ছিল? স্থানীয় কয়েকজন অবশ্য শুভদীপের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ত্রিকোণ প্রেমের সম্ভাবনা আছে বলে মনে করছেন।