মধুর প্রতিশোধ। সপ্তাহ কয়েক আগেই ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) পরাজিত করেছিল মুম্বাই সিটি এফসি। যা কিছুটা হলেও হতাশ করেছিল সমর্থকদের। এবার আইএসএলের নক আউট ম্যাচে নিজেদের ঘরের মাঠেই বিরাট বড় ব্যবধানে মুম্বাই শিবিরকে পরাস্ত করল বেঙ্গালুরু এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ৫-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল জেরার্ড জারাগোজার ছেলেরা। দলের হয়ে এদিন গোল করেন যথাক্রমে সুরেশ সিং, এডগার মেন্ডেজ, রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী এবং জর্জ পেরেইরা দিয়াজ। গতবারের আইএসএল জয়ীদের ছিটকে দিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকল বেঙ্গালুরু এফসি।
বলাবাহুল্য, এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময় সুরেশ সিংয়ের করা গোলে এগিয়ে যায় আইএসএল জয়ী এই ফুটবল দল। তারপর সময় যত এগিয়েছে ততই চাপ বাড়িয়েছে মুম্বাই। একটা সময় গোলের মুখ ও খুলে ফেলেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। কিন্তু রেফারির বিতর্কিত সিদ্ধান্তের দরুন বাতিল হয়ে যায় সেটি। না হলে অনায়াসেই মেসেজ ফিরে আসতে পারত ছাংতেরা। তারপর প্রথমার্ধের শেষ লগ্নে ফের রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। এবার পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু।
সেখান থেকেই গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন এডগার মেন্ডেজ। প্রথমার্ধের শেষে সেই দুটি গোলেই এগিয়ে থাকে বেঙ্গালুরু এফসি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। ম্যাচের বয়স যত বেড়েছে ততই ব্যবধান বাড়িয়ে নিয়েছে সুনীল ব্রিগেড। ম্যাচের পঞ্চম কোয়ার্টারের শুরুতে গোল করে যান রায়ান উইলিয়ামস। তারপর ম্যাচে ফিরে আসার সমস্ত আশা কার্যতো শেষ হয়ে যাওয়ার মত পরিস্থিতি দেখা দেয় মুম্বাই শিবিরের। কিন্তু সেখানেই সব শেষ ছিল না ম্যাচের ৭৬ এবং ৮৩ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর পাশাপাশি জর্জ পেরেইরা দিয়াজের গোল বিরাট বড় ধাক্কা ছিল প্রতিপক্ষ দলের কাছে।
গত বছর ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় সুনিশ্চিত করেছিল মুম্বাই সিটি। কিন্তু এই মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য তলানিতে থেকে লিগ শুরু করলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছিল এই ফুটবল ক্লাব। যারফলে ষষ্ঠ দল হিসেবে নক আউটে স্থান করে নিয়েছিল রণবীর কাপুরের এই দল। কিন্তু শেষ রক্ষা হল না।