Bankura: রাজ্যে ভুয়ো চাষির ছড়াছড়ি, শস্য বিমার টাকায় বিপুল দুর্নীতির অভিযোগ

রাজ্যের দুর্নীতির তালিকায় এবার শস্য বিমায় দুর্নীতির অভিযোগ। সরকার প্রিমিয়াম দিচ্ছে, তাহলে বিমার টাকা পাচ্ছে কারা? উঠে আসছে তৃণমূল আমলে বিপুল দুর্নীতির আরও একটি পর্ব।…

Bankura fake farmer

রাজ্যের দুর্নীতির তালিকায় এবার শস্য বিমায় দুর্নীতির অভিযোগ। সরকার প্রিমিয়াম দিচ্ছে, তাহলে বিমার টাকা পাচ্ছে কারা? উঠে আসছে তৃণমূল আমলে বিপুল দুর্নীতির আরও একটি পর্ব। অভিযোগ, বাঁকুড়ায় (Bankura) বিমার টাকা ভুয়ো কৃষক তৈরি করা হয়েছে। এতে জড়িত শাসকদল। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃ়নমূল।

মূল্যবৃদ্ধি, সারের কালোবাজারি, মহাজনের হুমকিতে জেরবার চাষিরা। তার সাথে আছে ব্যাংকের লোন, খামখেয়ালী আবহাওয়া।‌ এসব ধাক্কা থেকে চাষীদের রক্ষা করতে শস্য বিমার ব্যবস্থা করে সরকার। সেই টাকা বেহাত হচ্ছে বলে অভিযোগ।

বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে বৃষ্টি না হওয়ায় আমন ধানের চাষে ধাক্কা খেয়েছে। সরকারি নিয়ম মেনে চাষিরা বিমার জন্য আবেদন করেন। অভিযোগ, যার জমি আছে তার অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। যার নেই সে পেয়েছে শস্য বিমার টাকা।‌ কারোর ক্ষেত্রে যতটা জমি তার থেকে অনেক কম টাকা পেয়েছেন। ভুয়ো চাষির নাম তৈরী করে, ভুয়ো তথ্য দিয়ে বিমার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে।

ছাতনার কয়েকজন কৃষক বলছেন, কিছু কিছু লোক এমন ভাবে ইন্সুরেন্স পেয়েছে ভুয়ো চাষি সেজে। যারা টাকা পেয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই। এটা একটা জালিয়াতি চক্র চলেছে। এর সাথে সবাই যুক্ত আছে নয়তো এত বড় দুর্নীতি হতে পারে না। তাদের ইঙ্গিত শাসকদলের দিকে।

একটি গ্রামেই ভুয়ো শস্য বিমার ২২ টি ঘটনা উঠে এসেছে। তবে স্থানীয় পঞ্চায়েত এই ২২ জনকে ভুয়ো চাষি মানতে নারাজ। তৃণমূল পঞ্চায়েত সদস্যরা বলছেন, ভাগচাষি হিসেবে জমা করে করা হয়েছিল। এরপরে কী হয়েছে সেটা অফিস জানে। ছাতনা পঞ্চায়েত সভাপতি বলেছেন, “যারা অন্যের জমি চাষ করছে তারা কেন পাবে না। তারাও তো ভাগচাষি। ইন্সুরেন্স পেয়ে যাবে সেটা তো ভালো কথা।” যাদের নিজের জমি নেই তাদের প্রত্যেকের সার্টিফিকেট রয়েছে এবার তারা যে পরিমাণ জমি দেখিয়ে দরখাস্ত করেছিল সেই পরিমাণ টাকা যদি না পেয়ে থাকে তাহলে কোম্পানী তাদের কম্পেন্সেশন করে দেবে সেরকমই কথা হয়েছে।

মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ গেছে জেলা প্রশাসনের কাছে। চাষিদের অভিযোগ টাকা পাইয়ে দেওয়া হয়েছে প্রশাসনের এক শ্রেণীর মদতে।