Bankura: বিশ্বকাপ ফাইনালে ভারত হারতেই বাঁকুড়ায় আত্মঘাতী যুবক

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় ক্রিকেট দলের হারে মন ভেঙেছে কোটি কোটি দেশবাসীর। ম্যাচ হারার পর থেকে কেউ কান্না চেপে রাখতে পারেননি, তো কেউ মনের…

Dead body recovered from Burdwan University

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় ক্রিকেট দলের হারে মন ভেঙেছে কোটি কোটি দেশবাসীর। ম্যাচ হারার পর থেকে কেউ কান্না চেপে রাখতে পারেননি, তো কেউ মনের দুঃখে চুপ হয়ে গিয়েছেন। বাঁকুড়া (Bankura) জেলার বেলিড়াতোড়ের এক যুবক বিশ্বকাপ ফাইনালে ভারতের হার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়।

রবিবার রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। আত্মঘাতী যুবকের নাম রাহুল লোহার। বয়স ২৩। পরিবারের দাবি, বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল। সেই শোক সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন।

বাঁকুড়ার বেলিয়াতোড়ের রাহুল লোহার ক্রিকেটের বড় ভক্ত। গোটা দেশের পাশাপাশি তারও আশা ছিল রোহিত-বিরাটদের হাতেই উঠবে বিশ্বকাপ। পরিবার সূত্রে জানা গেছে, ভারতের কোনও খেলা দেখা থেকে বিরত থাকতেন না রাহুল। তিনি শাড়ির দোকানে কাজ করতেন। বিশ্বকাপের ফাইনাল দেখবেন বলে রবিবার কাজে যাননি তিনি।

বন্ধুদের সঙ্গে বেলিয়াতোড়ের সিনেমাহলের প্রোজেক্টারে খেলা দেখতে গিয়েছিলেন। ভারতের হার দেখে স্বপ্নভঙ্গ নিয়ে বাড়ি ফিরেছিলেন। এর পর রাত ১১টা নাগাদ রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পান তার ভাই। সঙ্গে সঙ্গে উদ্ধার করে রাহুলকে বেলিড়াতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এর পর বেলিয়াতোড় থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাহুলের আত্মহত্যার বিষয়ে তার পরিবারের তরফে বলেছেন, “ও ভারতকে খুব সমর্থন করত। কাল ভারতের হেরে যাওয়া ও সহ্য করতে পারেনি। ঘরের চালের মধ্যে গলায় দড়ি দেয়। বাড়িতে তখন কেউ ছিল না। ওর ভাই বাড়িতে ছিল না। বাবা-মা অন্য দিকে ছিল। ওর ভাই এসে দেখে রাহুল ঝুলছে। ও খুব ভালো ছেলে ছিল। সবাই ওকে ভালবাসত। কারও সঙ্গে কোনও ঝামেলা ছিল না। একটা কাপড়ের দোকানে কাজ করত।”