Kolkata Poice: এমএলএ হস্টেলে অস্বাভাবিক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

এমএলএ হস্টেলে বিধায়কের নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু। মৃত দেহ রক্ষীর নাম জয়দেব ঘড়াই। ঠিক কী কারণে মৃত্যু এখনও পরিষ্কার নয়। তবে প্রশ্ন উঠে গেল এমএলএ হস্টেলের…

এমএলএ হস্টেলে বিধায়কের নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু। মৃত দেহ রক্ষীর নাম জয়দেব ঘড়াই। ঠিক কী কারণে মৃত্যু এখনও পরিষ্কার নয়। তবে প্রশ্ন উঠে গেল এমএলএ হস্টেলের নিরাপত্তা নিয়ে।

শনিবার সকালে এমএলএ হস্টেলে অন্যান্য দেহ রক্ষীরা জয়দেব ঘড়াইয়ের দেহ পড়ে থাকতে দেখে। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। পার্ক স্ট্রিট থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ আধিকারিকরা। কী ভাবে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষীর ছিলেন জয়দেব ঘড়াই। এমএলএ হস্টেলে থাকতেন তিনি। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত চার তলার ছাদ থেকে পড়ে গিয়েছেন সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। দেহ রক্ষীর মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের ডিসি ( সাউথ ) প্রিয়ব্রত রায় ঘটনাস্থলে আসেন। তিনি জানান, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর পুরো ঘটনাটি আরও পরিষ্কার হবে।

এমএলএ হস্টেলে এভাবে এক দেহ রক্ষীর মৃত্যুর কারণে তৈরি হয়েছে চাঞ্চল্য। এমএলএ হস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, ওই ব্যক্তির দেহে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এমএলএ হস্টেলে গিয়েছেন বিধানসভা স্পিকার বিমান চট্টোপাধ্যায়ও।