HomeTop StoriesChhattisgarh: বিজেপি ক্ষমতায় ফিরতেই ছত্তিসগঢ়ে শুরু ধর্মান্তর

Chhattisgarh: বিজেপি ক্ষমতায় ফিরতেই ছত্তিসগঢ়ে শুরু ধর্মান্তর

- Advertisement -

ধর্ম পরিবর্তন। ভিন ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ। গেরুয়া শিবিরের কথায়, ঘর ওয়াপসি। সেটাই দেখা গেল ছত্তীসগঢ়ে (Chhattisgarh)। বাবা বাগেশ্বরের অনুষ্ঠানে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, শনিবার ছত্তীসগঢ়ের এক হাজার অহিন্দু ব্যক্তি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। এই ধর্মান্তরের ঘটনা ঘটেছে বাগেশ্বর বাবার অনুষ্ঠানে। আরও জানা গিয়েছে, ধর্মান্তরিত হয়েছে মোট ২৫১ টি পরিবার। এই সব পরিবারের এক হাজার জন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।

মধ্যপ্রদেশের ধর্মগুরু বাগেশ্বর বাবা। গত কয়েক বছরে তিনি দেশে জনপ্রিয় হয়েছেন। তাঁর পসারও জমেছে। রাম মন্দির এবং হিন্দুত্ব নিয়ে তাঁর নানা বক্তব্যও ভাইরাল। যুবক ধর্মগুরু ছত্তীসগড় সফরে রয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে যে, ধর্ম প্রচারের পাশাপাশি, ধর্মান্তর বাগেশ্বর বাবার অন্যতম প্রধান লক্ষ্য। সংবাদমাধ্যমে তিনি জানান, “যতদিন না ছত্তীসগঢ়ের সবার কপালে তিলক উঠছে ততদিন আমি ছত্তীসগঢ়ে আসা বন্ধ করব না। ”

   

বাগেশ্বর বাবার মুখে বারবার শোনা গিয়েছে রাম রাজ্যের কথা। এদিনের অনুষ্ঠানেও সেই একই সুর শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির হয়েছে। এবার রাম রাজ্যও হবে।’

কয়েক মাস আগেই ছত্তীসগঢ়ে সরকার বদল হয়েছে। কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। তারপরেই ছত্তীসগঢ় সফরে বাগেশ্বর বাবা। এবং ধর্মান্তর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular