দিঘায় রথযাত্রা ঘিরে হোটেল ভাড়ায় লাগাম, অতিরিক্ত নিলেই মোটা জরিমানা! সঙ্গে অনুমোদন বাতিল

আসন্ন রথযাত্রা উপলক্ষে দিঘায় বাড়তে থাকা পর্যটকদের ভিড় সামাল দিতে এবং (Digha) হোটেল ভাড়ায় কালোবাজারি রুখতে এবার কড়া অবস্থান নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। প্রতি…

₹1 Lakh Fine for Overcharging Hotel Guests in Digha, Warns Administration

আসন্ন রথযাত্রা উপলক্ষে দিঘায় বাড়তে থাকা পর্যটকদের ভিড় সামাল দিতে এবং (Digha) হোটেল ভাড়ায় কালোবাজারি রুখতে এবার কড়া অবস্থান নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। প্রতি বছর এই সময় দিঘা, মন্দারমণি, শঙ্করপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক সংখ্যক পর্যটকের সমাগম ঘটে।(Digha) সেই সুযোগকে কাজে লাগিয়ে বহু হোটেলেই নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বহুবার উঠেছে। এবার সেই অনিয়ম রুখতেই সরাসরি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন(Digha) 

সোমবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন(Digha) পর্ষদ (DSDA)-র কার্যালয়ে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে হোটেল মালিকদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাজী, অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, ডিএসডিএ-র প্রশাসক নীলাঞ্জন মণ্ডল, আধিকারিক নেহা(Digha) বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার নির্ধারিত তালিকার বাইরে কোনো হোটেল বাড়তি ভাড়া আদায় করলে দিতে হবে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। শুধু তাই নয়, পরিস্থিতি গুরুতর হলে সেই হোটেলের সরকারি অনুমোদনও বাতিল করা হতে পারে।(Digha) 

   

পর্যটকদের স্বার্থে বিশেষ উদ্যোগ(Digha) 

পর্যটকদের সুবিধার্থে মঙ্গলবার থেকেই দিঘার সমস্ত হোটেলে টাঙানো হবে নির্ধারিত ভাড়ার তালিকা। সেই তালিকার নিচেই থাকবে একটি সরকারি ওয়েবসাইটের লিংক এবং একটি(Digha) হোয়াটসঅ্যাপ নম্বর, যেখানে পর্যটকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। জেলা শাসক জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপ পর্যটকদের মধ্যে নিরাপত্তা ও আস্থা বাড়াবে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা(Digha) 

নজরদারিতে হোমস্টে ও বেসরকারি হোটে(Digha) 

শুধু তালিকাভুক্ত হোটেল নয়, যে সমস্ত হোটেল (Digha) হোমস্টে বা কোনো সংগঠনের আওতার বাইরে রয়েছে, সেগুলিকেও নজরদারির আওতায় আনা হবে। আগামী ১০ দিনের মধ্যে ডিএসডিএ দিঘার সব হোটেলের তালিকা প্রস্তুত করবে। একইসঙ্গে নজরদারি চলবে সেই সব হোটেলগুলির ওপর যারা দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট অ্যামিউজমেন্ট ট্যাক্স (TAT) ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

Advertisements

হোটেল মালিকদের দাবি(Digha) 

এই বৈঠকে হোটেল মালিক সংগঠনগুলিও প্রশাসনের কাছে কিছু দাবি জানান। তাঁদের অভিযোগ, দিঘার জগন্নাথ মন্দির সংলগ্ন জাতীয় সড়কে ব্যাপক যানজট দেখা যায়, যার ফলে পর্যটকদের যাতায়াতে সমস্যা হয়। সেই রাস্তায় দ্রুত সম্প্রসারণ এবং পর্যাপ্ত স্ট্রিট লাইট বসানোর দাবি জানানো হয়েছে। এছাড়াও পর্যটকদের নিরাপত্তা, জল সরবরাহ, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে(Digha) 

প্রশাসনের কড়া বার্ত(Digha) 

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পর্যটকদের ঠকানো বা হয়রানি করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলা শাসক পূর্ণেন্দু মাজী বলেন, “দিঘা আমাদের রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকদের অভিজ্ঞতা ভালো না হলে রাজ্যের ভাবমূর্তিই ক্ষুণ্ণ হবে। তাই আইন মেনে চলতে হবে সকল হোটেল মালিকদের।”

এই সিদ্ধান্তে খুশি সাধারণ পর্যটকরা।(Digha) তাঁদের মতে, প্রশাসনের এই ধরনের পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। অনেকেই মনে করছেন, অতীতে রথযাত্রার সময় হোটেল ভাড়ায় মাত্রাতিরিক্ত বৃদ্ধি তাঁদের দারুণভাবে সমস্যায় ফেলেছিল, এবার সেই আশঙ্কা অনেকটাই কমবে।