Zoom করা যাবে ৩০x, ফের সকলকে চমকে দিল Oppo

ফের চমক Oppo-র। এবার স্মার্টফোন ব্র্যান্ড Oppo তাদের নতুন স্মার্টফোন সিরিজ Oppo F21s Pro সিরিজ চালু করার প্রস্তুতি নিয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে…

ফের চমক Oppo-র। এবার স্মার্টফোন ব্র্যান্ড Oppo তাদের নতুন স্মার্টফোন সিরিজ Oppo F21s Pro সিরিজ চালু করার প্রস্তুতি নিয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে এই সিরিজ। এই সিরিজের আওতায় Oppo F21s এবং Oppo F21s Pro ফোন লঞ্চ করা হবে বলে খবর।

নতুন এই সিরিজের বিষয়ে oppo-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে ৩০x জুম সাপোর্ট দেওয়া হবে। এছাড়াও ৮ জিবি পর্যন্ত RAM + ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হবে দুটি ফোনেই। সংস্থাটি এই বছরের এপ্রিলে ভারতে Oppo F21 Pro এবং Oppo F21 Pro 5G চালু করেছে। এবার Oppo F21s Pro সিরিজ লঞ্চ করল সংস্থা।

Oppo F21s Pro Series Specifications
স্পেসিফিকেশনের দিক থেকে, Oppo F21s Pro তে একটি 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যা একটি LED ফ্ল্যাশ সহ আসতে পারে। এর মাধ্যমে ফোনটিতে পাওয়া যাবে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। অরবিট লাইট ফিচার দেওয়া যাবে এই ফোনে। এই ফোনের পিছনে দেওয়া হয়েছে অপো-র গ্লো ডিজাইন। ডনলাইট গোল্ড এবং স্টারলাইট ব্ল্যাক এই দুই রঙের মিলবে ফোন।

Oppo F21s Pro এর বাম দিকে ভলিউম রকার, এবং একটি সিম ট্রে পূরণ করে। পাওয়ার বাটনটি তার ডানদিকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এতে রয়েছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক, স্পিকার গ্রিল এবং একটি মাইক্রোফোন।