সিম কার্ড কেনার ক্ষেত্রে নতুন নিয়ম

আপনি কি নতুন সিম নেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল প্রতিবেদনটি। সিম কার্ড সংক্রান্ত নিয়মে বদল এনেছে সরকার। নতুন নিয়মের জেরে অনেকেই হয়তো লাভবান…

smartphones-to-students-at-

আপনি কি নতুন সিম নেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল প্রতিবেদনটি। সিম কার্ড সংক্রান্ত নিয়মে বদল এনেছে সরকার। নতুন নিয়মের জেরে অনেকেই হয়তো লাভবান হবেন কিনজ অনেকেই হয়তো অসুবিধায় পড়তে পারেন।

নতুন নিয়মে, গ্রাহকদের নতুন সিমের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং সিম কার্ডটি তাদের বাড়িতে পৌঁছে যাবে। এখন নতুন নিয়মে ১৮ বছরের কম বয়সী গ্রাহকদের কাছে নতুন সিম বিক্রি করতে পারবে না কোনো কোম্পানি। একই সঙ্গে ১৮ বছরের ঊর্ধ্বে গ্রাহকরা তাদের নতুন সিমের জন্য আধার বা ডিজিলকারে সঞ্চিত যে কোনও নথি দিয়ে নিজেদের ভেরিফাই করতে পারবেন।

-এখন ব্যবহারকারীদের নতুন মোবাইল সংযোগের জন্য ইউআইডিএআই-এর আধার-ভিত্তিক ই-কেওয়াইসি পরিষেবার মাধ্যমে শংসাপত্রের জন্য মাত্র এক টাকা দিতে হবে। টেলিকম ডিপার্টমেন্টের নতুন নিয়ম অনুযায়ী, কোম্পানি এখন ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সিম কার্ড পাবে না।

এছাড়াও, যদি কোনও ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হন, তবে সেই ব্যক্তিকেও নতুন সিম কার্ড দেওয়া হবে না। যদি এমন কোনো ব্যক্তি নিয়ম লঙ্ঘন করে ধরা পড়ে, তাহলে যে টেলিকম কোম্পানি সিম বিক্রি করেছে তাকে দোষী বলে গণ্য করা হবে।