গতবারের আইএসএলে দলের ভরাডুবির পর থেকেই রীতিমতো নড়চড়ে বসেছে লাল-হলুদ (East Bengal) কর্তারা। টুর্নামেন্ট শেষ হতেই দলের ইনভেস্টর ইমামির সঙ্গে বৈঠকে বসেন সাবেক কর্তারা। ঠিক হয় এবারের সুপার কাপের পরেই বদলে ফেলা হবে দলের কোচ। পাশাপাশি নতুন করে সাজানো হবে গোটা দল।