Tag Archives: Beat

Hockey World Cup 2023: ভারত ২-০ গোলে স্পেনকে হারিয়ে জয় যাত্রা শুরু করল

Hockey World Cup 2023: ১৫তম FIH বিশ্বকাপ পুরুষদের হকি টুর্নামেন্টের পুল D ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে শিরোপার অন্যতম শক্তিশালী দাবীদার ভারত।

নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে ২০,০০০ জনেরও বেশি দর্শকের সামনে খেলা খেলায়, যেটিকে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম বলা হয়, অমিত রোহিদাস ১২তম মিনিটে পেনাল্টি কর্নারে ভারতের হয়ে প্রথম গোলটি করেন। ২৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন হার্দিক সিং।

বিরতির পর গোল করতে পারেনি কোনো দলই। ভারতকে ১৫ জানুয়ারি একই মাঠে পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে খেলতে হবে এবং শেষ লিগ ম্যাচটি ১৯ জানুয়ারি ভুবনেশ্বরে ওয়েলসের বিপক্ষে হবে।

ISL: হাইল্যান্ডারদের বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল

ডার্বি ম্যাচের আগে ISL-এ জয় পেল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিল স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা। এই জয়ের সঙ্গে লাল হলুদ সমর্থকদের চোখে মুখে স্বস্তির হাসি ফুটে উঠলো।

চলতি ইন্ডিয়ান সুপার লিগের(ISL) তিন নম্বর ম্যাচে জয় পেল পদ্মা পাড়ের ক্লাব।ম্যাচের ১১ মিনিটে ক্লেইটন সিলভার গোলে লিড নেয় ইস্টবেঙ্গল। ৫২,৮৪ মিনিটে লাল হলুদের হয়ে স্কোর করেন কিরিয়াকো এবং জর্ডন। নর্থইস্টের হয়ে ৯২ মিনিটে অতিরিক্ত সময়ে গোল করেন ডার্বিশায়ার।

এর আগে ইন্ডিয়ান সুপার লিগে( ISL) দু’দল মোট ৪ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। তিন ম্যাচ জিতেছিল নর্থইস্ট আর এক ম্যাচ ড্র হয়। কিন্তু এবার হিসেব পাল্টে গেল,৫ বারের মুখোমুখি লড়াইতে প্রথমবার হাইল্যান্ডারদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতলো।

মাত্র ৪ সপ্তাহের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল ISL অভিযানে নেমে ওপেনিং ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসি’র কাছে হেরে যায়। নতুন দল,নতুন সেট আপ সাফল্য পেতে হলে সমর্থকদের ধৈর্য্য রাখতে হবে প্রথম থেকেই একথা বলে আসছেন লাল হলুদ হেডকোচ কনস্টাটাইন।বৃ্হস্পতিবার, আক্রমণের ঝাজ বাড়িয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নিলো ইস্টবেঙ্গল এফসি।নিঃসন্দেহে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামার আগে এই জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে লাল হলুদ ব্রিগেডকে।

পাকিস্তানের কাছে ভারত হারতেই চোখের জল বাঁধ মানল না,ভাইরাল হল ভিডিও

Sports desk: রবিবার টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। একতরফা ম্যাচে ভারতীয় দলকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ক্যাম্পেনিং দারুণভাবে শুরু করেছে বাবর আজমের পাকিস্তান।

পাকিস্তান ম্যাচ জেতার পর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হওয়া ‘এক ভারতীয় ভক্ত কান্নায় ভেঙে পড়েন’,তখন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বাবা আদনান আকমলকে ওই ভারতীয় ক্রিকেট ভক্তকে জড়িয়ে ধরে সাত্ত্বনা দিতে দেখা গিয়েছে’।

এই ভিডিও’র ভাইরাল হতেই প্রাক্তন পাকিস্তানের পেস বোলার শোয়েব আখতার ফেসবুকে ভারতের প্রাক্তন স্পিন বোলার হরভজন সিং’র সঙ্গে ভিডিও চ্যাটে বসেন। ২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের শেষে ভারতীয় সমর্থকের কান্না এবং আদনান আকমলের সাত্ত্বনা দেওয়ার ভাইরাল ভিডিও চ্যাটিং’র সময়ে শোয়েব আখতার সামনে আনতেই হরভজন সিং’কে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এবং চোখের জল মুছতে দেখা গিয়েছে প্রিয় ভাজ্জিকে।সঙ্গে শোয়েব আখতার হরভজন সিং’কে খোঁচা দিতে গিয়ে বলেন,”কাহা হো ইয়ার@harbhajan_ sing?? “

বাইশ গজের প্রতিদ্বন্দ্বীতা এভাবে চোখের জলে ভেসে যাচ্ছে আম জনতা থেকে ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে এমন চিত্র বিরলের থেকেও বিরলতম।

পাকিস্তানের এই দুরন্ত জয়ের পর প্রাক্তন পাক বোলার শোয়েব আখতার সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন,”ভিন্ন জয়, ভিন্ন ফ্যাশন।ব্যাটিং লাইন আপের গভীরতা পরিপূর্ণতা প্রদর্শন করে। মাশাআল্লাহ। মহান বলছি। হারিস, মালিক, আসিফ কেয়া বাত হ্যায়।”