Doping: মাদক সেবন করে ধরা পড়লেন দুই ক্রিকেটার, ৪ মাস ব্যান

Doping: বিশ্বের সবচেয়ে প্রিয় খেলাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট। ফুটবলের পর ক্রিকেটই একমাত্র যার ফ্যান ফলোয়িং বিশ্বে সবচেয়ে বেশি। ক্রিকেটও ভক্তদের দারুণ রোমাঞ্চিত করে।…

Zimbabwean Cricketers Madhevere and Mavuta

Doping: বিশ্বের সবচেয়ে প্রিয় খেলাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট। ফুটবলের পর ক্রিকেটই একমাত্র যার ফ্যান ফলোয়িং বিশ্বে সবচেয়ে বেশি। ক্রিকেটও ভক্তদের দারুণ রোমাঞ্চিত করে। ক্রিকেটা এখন বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু অনেক সময় ক্রিকেটাররা নিজেরাই এমন কিছু ভুল করে ফেলেন যা খুবই বিব্রতকর এবং এর জন্য খেলোয়াড়কে শাস্তিও পেতে হয়।

ক্রিকেট বিশ্বের দুজন খেলোয়াড় মাদক নিতে গিয়ে ধরা পড়েছেন। যে কারণে ক্রিকেট বোর্ড খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং তাদের নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটারই জিম্বাবুয়ের। মাদক সেবনের দায়ে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতুয়া। গত সপ্তাহে দুজনই দোষ স্বীকার করেছেন। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের শাস্তি দিয়েছে এবং তাদের দুজনকে আগামী ৪ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে আগামী চার মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতুয়াকে। গত বছরের ডিসেম্বরে ইন-হাউস ডোপ টেস্টের সময় ধরা পড়েন এই দুই ক্রিকেটার। তদন্তে জানা যায়, দুই খেলোয়াড়ই মাদক সেবন করতেন। এরপর শাস্তি হিসেবে ২০২৪ সালের জানুয়ারিতে দুই খেলোয়াড়ের বেতন থেকে ৫০ শতাংশ ফি কেটে নেওয়া হয়। ক্রিকেট বোর্ড বলেছে, মাদক সেবন ক্রিকেটকে বদনাম করার জন্য যথেষ্ট। এ কারণে দুজনকেই শাস্তি পেতে হবে। ওয়েসলি মাধেভেরে এবং ব্র্যান্ডন মাভুতুয়াও মাদক ব্যবহারের জন্য অনুতপ্ত এবং নিজেরাই বিষয়টি স্বীকার করেছেন।