আজ থেকে ফের মোহনবাগানের (Mohun Bagan) অনুশীলনে ফিরেছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। যা দেখে অনেকটা স্বস্তি ফিরেছে বাগান জনতার মধ্যে। আগামী ২৩ এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের সেমিফাইনাল খেলতে নামছে সবুজ-মেরুন শিবির। তবে এটি অ্যাওয়ে ম্যাচ থাকায় কিছুটা হলেও চাপ থাকবে মেরিনার্সদের।
ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে যে বাড়তি অক্সিজেন পাবে, সার্জিও লোবেরার ছেলেরা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবুও নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাগান ফুটবলারদের। এই ম্যাচে বিশেষ করে নজর থাকবে অজি ফরোয়ার্ড জেসান কামিন্সের পাশাপাশি আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর দিকে।
আসলে অ্যাওয়ে ম্যাচে জয় পেলে পরবর্তীতে অর্থাৎ আইএসএলের দ্বিতীয় লেগের সেমিফাইনালে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে শুরু করতে পারবে মোহনবাগান সুপারজায়ান্টস। সেজন্য, নিজেদের সম্পূর্ণ শক্তি দিয়ে কলিঙ্গ জয় করার পরিকল্পনা রয়েছে হাবাসের। অন্যদিকে, এবারের লিগশিল্ড জয়ী দলের জয় রথ থামানোর চ্যালেঞ্জ ওডিশা এফসির।
বলা বাহুল্য, এবারের এএফসি কাপে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে হারিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। তাই এবার তাদের সাথে বদলা নেওয়ার পরিকল্পনা থাকবে মোহনবাগানের।
এসবের মাঝেই উঠে এলো এক নয়া তথ্য। সেই অনুযায়ী এবছর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বুকে অনুষ্ঠিত হতে পারে আইএসএল ফাইনাল। সে ক্ষেত্রে এই টুর্নামেন্টের সেমিফাইনালে জয় করে ফাইনালে উঠতে হবে সবুজ-মেরুন শিবিরকে। নাহলে যুবভারতীর বদলে মুম্বাই সিটি এফসির হোম গ্ৰাউন্ড মুম্বাই এরিনায় আয়োজিত হতে পারে এবারের এই ফাইনাল।