HomeSports NewsOdisha FC: ইয়ুথ চ্যাম্পসের এই তরুণ ডিফেন্ডারের দিকে নজর ওডিশার

Odisha FC: ইয়ুথ চ্যাম্পসের এই তরুণ ডিফেন্ডারের দিকে নজর ওডিশার

- Advertisement -

সার্জিও লোবেরার তত্ত্বাবধানে নতুন মরসুমের জন্য দল সাজাচ্ছে ওডিশা এফসি (Odisha FC)। গত সিজনে অনবদ্য লড়াই করে ও চূড়ান্ত সাফল্য পায়নি আইএসএলের এই হেভিওয়েট দল। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। ভুল ত্রুটি শুধরে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেইমতো গত কয়েক সপ্তাহে বেশকিছু দাপুটে ফুটবলারদের সই করিয়েছে ক্লাব।

   

পাশাপাশি নিজেদের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে বেশকিছু তরুণ প্রতিভার দিকেও নজর রয়েছে জগন্নাথের রাজ্যের এই ক্লাবের। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসছে শুভম ভট্টাচার্যের নাম। গত কয়েক বছর ধরেই রিলায়েন্স ইয়ুথ চ্যাম্পসের হয়ে খেলছেন বাংলার এই ফুটবলার। রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি গোল ও এসেছে তাঁর পা থেকে।

বিশেষ সূত্র মারফত খবর, দীর্ঘমেয়াদি চুক্তিতে শুভমকে দলে নিতে চাইছে ওডিশা। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের প্রথমেই এই তরুণ ফুটবলারের যোগদানের কথা ঘোষণা করতে পারে ক্লাব কর্তৃপক্ষ। সেদিকেই নজর রয়েছে সকলের।

গত সপ্তাহেই লোবেরার সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে ওডিশা। এই স্প্যানিশ কোচের উপর ভরসা রেখেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য তাদের, সেজন্য কোচের নির্দেশ মেনেই খেলোয়াড় চূড়ান্ত করতে চাইছে ক্লাব।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular