Inter Kashi FC: ইন্টার কাশি দলের অনুশীলনে বেঙ্গালুরু এফসির তরুন প্রতিভা

চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে নয়া ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে ভারতীয় ফুটবলের দুনিয়ায়। শেষ কয়েক মাসের মধ্যে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের পাশাপাশি আইএসএলের অন্যতম প্রভাবশালী দল তথা জামশেদপুর এফসি দলের প্রাক্তন কোচকে ও নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে এই ফুটবল ক্লাব।

Sharon Padattil

চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে নয়া ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে ভারতীয় ফুটবলের দুনিয়ায়। শেষ কয়েক মাসের মধ্যে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের পাশাপাশি আইএসএলের অন্যতম প্রভাবশালী দল তথা জামশেদপুর এফসি দলের প্রাক্তন কোচকে ও নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে এই ফুটবল ক্লাব। সময় এগিয়েছে চমকের বহর দেখা দিয়েছে তাদের ম্যানেজমেন্টের তরফ থেকে। গত মাসেই তাদের দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন ব্রিটিশ তারকা পিটার হার্টলি। এবার ও তার ব্যতিক্রম হয়নি। এই সেপ্টেম্বরে তাদের এই তালিকায় যুক্ত করা হয় স্প্যানিশ তারকা মারিও বার্কো ভিলার।

Advertisements

একটা সময় আতলেটিকো বিলবাও থেকে নিজের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। পরবর্তীতে যুব দল থেকে সিনিয়র দলে উঠে আসেন তিনি। খেলেন প্রায় দুইটি মরশুম। তারপর অন্যান্য বেশকিছু ক্লাবের সাথে যুক্ত থাকেন তিনি। বলতে গেলে নিজের ফুটবল ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়ে এসেছেন স্পেনের বিভিন্ন ফুটবল ক্লাব গুলিতে।তবে এবার খেলবেন ভারতের মাটিতে।

Advertisements

তবে শুধু যে বিদেশি খেলোয়াড়দের নেওয়ার ক্ষেত্রেই চমক দেওয়া হয়েছে তাদের তরফে তা কিন্তু একদমই নয়। দেশীয় ফুটবলার নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা দেখানো হয় তাদের তরফে। এক্ষেত্রে লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন ফুটবলার সুমিত পাসি থেকে শুরু করে ইরশাদের মতো ফুটবলারদের ও যুক্ত করা হয় দলের সাথে।

একইভাবে বেঙ্গালুরু এফসির যুব দলের গোলরক্ষক শ্যারন পাদাত্তিল। একটা সময় সাই থেকে উঠে এসেছিলেন বছর তেইশের এই গোলরক্ষক। তারপর দুইটি মরশুম খেলেন বেঙ্গালুরু এফসিতে। সেখান থেকে গত আগস্ট মাসে ইন্টার কাশি দলে যোগদান করেছেন শ্যারন। বর্তমানে দলের সঙ্গে সমানভাবে অনুশীলন চালাচ্ছেন এই তারকা।