ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সক্রিয় ভূমিকা রয়েছে শিলং লাজং এফসির। বিগত কয়েক সিজনে দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইলিগে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও তরুণ প্রতিভাদের মেলে ধরার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে পাহাড়ের এই ফুটবল ক্লাবের। পরবর্তীতে যাদের অধিকাংশই সুযোগ পেয়েছেন দেশের প্রথম ডিভিশনের একাধিক ফুটবল দলে। শুধুমাত্র সুযোগ পাওয়াই নয়, নিজেদের মেলে ও ধরেছেন ব্যাপকভাবে। তাঁদের মধ্যেই এবার সকলের নজর কাড়লেন ইয়োহান বেঞ্জামিন (Yohaan Benjamin)। উল্লেখ্য, গত ২০২২-২০২৩ সালের রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ থেকে নিজের ছাপ ফেলা শুরু করেন এই মিডফিল্ডার।
Also Read | শেষ মুহূর্তে সুপার সিক্সের দৌড়ে নাটক! ভবানীপুরের ভাগ্য নির্ধারণ এই দিন
তার পরের বছর এআইএফএফ অনূর্ধ্ব ১৭ যুব লিগে ও দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। এরপর ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ থেকে শুরু করে ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন মহারাষ্ট্রের এই ফুটবলার। পরবর্তীতে মেঘালয়ের স্টেট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি শিলং প্রিমিয়ার লিগের ম্যাচ গুলিতে অনবদ্য ছন্দে ধরা দিয়েছিলেন এই মিডফিল্ডার। যার দরুন সেই বছর মেঘালয়ের সেই চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন ও হয়েছিল তাঁর দল। সেখান থেকেই এবার সুযোগ করে নিলেন ইউরোপের এই এক ফুটবল ক্লাবে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
দেশের গন্ডি ছাড়িয়ে এবার স্লোভেনিয়ার ফুটবল ক্লাব এনকে ব্রাভোর যুবদলে সুযোগ পেয়েছেন এই ফুটবলার। বেশ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা ঘোষণা করেছে শিলং লাজং এফসি। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের। এবার এই নয়া ফুটবল ক্লাবে খুব শীঘ্রই নিজেকে মানিয়ে নিতে চাইবেন আঠারো বছর বয়সী এই মিডফিল্ডার। জানা গিয়েছে, আপাতত একটি মরসুমের চুক্তি থাকলেও পরবর্তীতে তাঁর পারফরম্যান্সের উপর নজর রেখে সেটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট।
For more updates, follow Kolkata24x7 on Facebook, Twitter, Instagram, Youtube; join our community on Whatsapp

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
