হিটম্যান সমালোচকদের তীব্র কটাক্ষ করে ‘বিস্ফোরক’ প্রাক্তন ক্রিকেটার

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন ভারত অধিনায়ক (Indian Cricket Team) রোহিত শর্মা (Rohit…

Yograj Singh slams Indian Cricket Team captain Rohit Sharma critics and urged him to play international cricket for five more years

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন ভারত অধিনায়ক (Indian Cricket Team) রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর এই পারফরম্যান্সের পর চুপ করিয়ে দিয়েছিলেন সমালোচকদের। যদিও ইংল্যান্ড সফরের আগে হটাৎই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। তারপর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে গুঞ্জন। এক দিনের ক্রিকেট থেকে কবে অবসর নেবেন হিটম্যান? এবার সরাসরি রোহিতের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং (Yograj Singh)। তিনি বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফির ইনিংস প্রমাণ করে দেয়, রোহিত চাইলে আরও পাঁচ বছর খেলতে পারে, এমনকি ৪৫ বছর বয়স পর্যন্তও।’’

জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যোগরাজ সিং বলেন, “যাঁরা রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন, তাঁরা ক্রিকেট বোঝেন না। আমি বলেছিলাম, রোহিত হবে আমার মানুষ, আমার খেলোয়াড়। ওর ইনিংস একদিকে আর বাকি দুনিয়া অন্যদিকে। এমন ইনিংস খেলার ক্ষমতা ওর আছে। রোহিত, তোর দেশের আরও পাঁচ বছর তোকে দরকার। নিজের ফিটনেসের দিকে নজর দে। দরকার হলে ওর সঙ্গে চারজনকে লাগিয়ে দাও, রোজ ১০ কিমি দৌড় করাও। কিন্তু এমন একজন খেলোয়াড়কে ছাড়ার কথা ভাবা উচিত নয়।”

   

রোহিত শর্মা ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ানডেতে তাঁর দাপট এখনো বজায় রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেই তিনি বুঝিয়ে দিয়েছেন, বড় ম্যাচের খেলোয়াড় তিনি এখন। এমনকি ভারতীয় দলের নেতৃত্বে থেকে তাঁকে ২০২৭ বিশ্বকাপ অবধি রাখা হবে কিনা, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত আবার ভারতের হয়ে মাঠে নামবেন। এটি হতে পারে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, যেখানে বোঝা যাবে বিসিসিআই তাঁর নেতৃত্ব নিয়ে কতটা আত্মবিশ্বাসী এবং তিনি আগামী বিশ্বকাপের রূপরেখায় থাকবেন কি না।

Advertisements

রোহিতের ফিটনেস নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাঁদের উদ্দেশে যোগরাজ সিং তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “আপনি যদি রোহিতের খেলা বা ফিটনেস নিয়ে কথা বলতে চান, আগে নিজে কিছু খেলুন। ড্রয়িংরুমে বসে শুধু সমালোচনা করে লাভ নেই। যিনি ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তাঁকে নিয়ে সমালোচনা করা লজ্জার বিষয়।”

তিনি আরও বলেন, “রোহিত যদি নিয়মিত ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়, তাহলে ওর ফিটনেস নিজে থেকেই ফিরে আসবে। ওর দক্ষতা, ক্লাস, অভিজ্ঞতা। সব কিছু মিলিয়ে ওর মতো ক্রিকেটার এই প্রজন্মে বিরল। শুধু পারফর্ম করেই নয়, ও দলের প্রতিটা খেলোয়াড়কে অনুপ্রাণিত করে।”

Yograj Singh slams Indian Cricket Team captain Rohit Sharma critics and urged him to play international cricket for five more years