মাত্র ৯ বছর বয়সে স্নায়ুর রোগ, টোকিওর পর প্যারিসেও পদক যোগেশের

প্যারিস প্যারালিম্পিক (Paris Paralympics 2024) থেকে পরপর সুখবর আসছে ভারতের জন্য। একের পর এক পদকে ভারতীয় অ্যাথলিটদের ঝুলি ভরছে। সোমবার দুপুরে প্যারিস থেকে দেশকে রুপো…

Yogesh Kathuniya

প্যারিস প্যারালিম্পিক (Paris Paralympics 2024) থেকে পরপর সুখবর আসছে ভারতের জন্য। একের পর এক পদকে ভারতীয় অ্যাথলিটদের ঝুলি ভরছে। সোমবার দুপুরে প্যারিস থেকে দেশকে রুপো এনে দিলেন ভারতীয় প্যারা ডিসকাস থ্রোয়ার যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)। যদিও সোমবার দেশকে ব্যাডমিন্টনে সোনা জিতিয়েছেন আরেক হরিয়ানার প্যারা শাটলার নীতেশ কুমার (Nitesh Kumar)। এবার সেই দৌড়ে পিছিয়ে থাকলেন না কাঠুনিয়া । টোকিয়োর পরে আবারও প্যারিসে ডিসকাসে রুপো জিতেছেন তিনি।

ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন যোগেশ (Yogesh Kathuniya)। মা মীনাদেবী চাইতেন ছেলে বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু মাত্র ৯ বছর বয়সেই আকাশ ভেঙে পড়ে যোগেশের পরিবারে। বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত হন যোগেশ। চিকিৎসকেরা বলে দিয়েছিলেন, কোনও দিন আর দাঁড়াতে পারবেন না যোগেশ। কিন্তু হাল ছাড়েননি যোগেশের মা মীনা দেবী। হাল ছাড়েননি যোগেশও (Yogesh Kathuniya)। এদিন ডিসকাসের এফ৫৬ (বসে ছোড়া) ইভেন্টে ৪২.২২ মিটার ছুড়ে রুপো জেতেন যোগেশ। হরিয়ানার বাড়িতে বসে ছেলের এই সাফল্য দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন যোগেশের বাবা-মা। ছেলের সাফল্যের পরে বাবা-মায়ের মনে পড়ছে এত বছরের লড়াইয়ের গল্প।

   

৯ বছর বয়স থেকে চিকিৎসকদের কাছে দৌড়েছেন মীনা। কখনও চণ্ডীগড়ে ওয়েস্টার্ন কম্যান্ড হাসপাতাল, তো কখনও দিল্লির বেস হাসপাতাল। চিকিৎসার পাশাপাশি চলত ফিজিয়োথেরাপি। যোগেশর বাবা জ্ঞানচন্দ কাঠুনিয়া ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক। তিনি গতকাল সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান,” যোগেশ পড়াশোনায় এত ভাল ছিল যে আমরা চাইতাম ও চিকিৎসক হোক। কিন্তু পার্কে পড়ে যাওয়ার পর আমাদের জীবনটাই বদলে গিয়েছে। চিকিৎসকেরা বলেছিল, যোগেশ আর কোনও দিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু ওর মা হাল ছাড়েনি। লড়াই করে গিয়েছে। মায়ের জেদ ও যোগেশের পরিশ্রমের জন্যই ও সফল হয়েছে।”

রেল দুর্ঘটনায় বাদ পা, হার না মেনে ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ

গত চার বছরে একের পর এক রুপো জিতেছেন যোগেশ (Yogesh Kathuniya)। গত বছর এশিয়ান প্যারা গেমসে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন ২৭ বছরের হরিয়ানাবাসী। তবে প্যারিসে রুপো জিতে বেশ আত্মবিশ্বাসী যোগেশ। এ বার তাঁর লক্ষ্য সোনা। সেই লক্ষ্যেই লস অ্যাঞ্জেলসের জন্য তৈরি হতে চাইছেন তিনি।