SC East Bengal : জবির সঙ্গে জুটি বাঁধতে পারেন এক ব্রাজিলিয় তারকা

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর দিকে তাকিয়ে ছিলেন আপামর ইস্টবেঙ্গল (SC East Bengal) ভক্তরা। এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে বেশ কিছু…

SC East Bengal

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর দিকে তাকিয়ে ছিলেন আপামর ইস্টবেঙ্গল (SC East Bengal) ভক্তরা। এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে বেশ কিছু ফুটবলারের নাম শোনা যাচ্ছে ইতিমধ্যে। যার মধ্যে অন্যতম, জবি জাস্টিন।

লাল-হলুদ জার্সিতে জবি জাস্টিনের উত্থান। আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার আমলে চমকে দিয়েছিলেন তিনি। এরপর ক্লাব বদল। চলে গিয়েছিলেন এটিকে-তে। লোপেস হাবাস তাঁকে দলে নিলেও সুযোগ পাননি খুব বেশি। এরপর আইএসএল- এর একাধিক ক্লাবে নাম লিখিয়েছিলেন জবি। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া কোনো দলের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি প্রথম একাদশে৷ এখন রয়েছেন চেন্নাইয়ান এফসিতে। সেখানেও একই হাল৷ সাইড লাইনের ধারেই কাটাতে হচ্ছে বেশি সময়৷ ভারতীয় ফুটবল মানচিত্র থেকে একপ্রকার হারিয়েই গিয়েছেন তিনি। সেই জবি জাস্টিনকেই এবার আনতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। কথা বেশ কিছুটা এগিয়েছে বলেই গুঞ্জন ভারতীয় ফুটবল মহলে।

শোনা যাচ্ছে এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা চাইছে আক্রমণ ভাগকে মজবুত করতে। একজন বল বাড়ানোর লোক এবং একজন স্ট্রাইকারের কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে খবর। ড্যানিয়েল চিমার বিদায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিদেশি স্ট্রাইকার নিয়েও ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ব্রাজিল থেকে একজন স্ট্রাইকারকে আনা হতে পারে। ইতিমধ্যে কথা বার্তাও এগিয়েছে। তবে এখনই কিছু নিশ্চিত নয়।

অন্যদিকে অন্তবর্তী কোচ রেনেডি সিং চাইছেন অভিজ্ঞ এক ডিফেন্ডার। সুযোগ পেয়ে প্রতি মুহূর্তে তা কাজে লাগাচ্ছে৷ আদিল খান। তাঁর সঙ্গে আনাসের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল সম্প্রতি। চোটের কারণে আনাসও ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। তবে আনাসের আসার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন অনেকে। আপাতত শিকে ছিঁড়তে পারে জবির ভাগ্যে।