East Bengal: ১০০ বছরে এই লজ্জাও অপেক্ষা করছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য!

দুঃস্বপ্নেও হয়তো এতটা খারাপ ফল আশা করেননি ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। শ্রী সিমেন্ট জমানায়, বিশেষত চলতি মরশুমে একের পর এক লজ্জার পরিসংখ্যান তাড়া করেছে শতাব্দী…

দুঃস্বপ্নেও হয়তো এতটা খারাপ ফল আশা করেননি ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। শ্রী সিমেন্ট জমানায়, বিশেষত চলতি মরশুমে একের পর এক লজ্জার পরিসংখ্যান তাড়া করেছে শতাব্দী প্রাচীন ক্লাবকে। এখনও শেষ হয়নি তার রেশ। 

Advertisements

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিততে পারলে সমর্থকরা কিছুটা হয়তো স্বস্তি পেতেন। কিন্তু তা হয়নি। ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকার একেবারে তলানিতে দল। লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল। 

   

পরের ম্যাচ বেঙ্গালুরুর এফসির বিরুদ্ধে। ফর্মে না থাকলেও মশাল বাহিনীর তুলনায় ধারেভারে অনেকটাই এগিয়ে সুনীল ছেত্রীরা। এসসি ইস্টবেঙ্গল যদি ম্যাচ জিতেও যায়, তাহলেও তারা লজ্জার পরিসংখ্যান এড়াতে পারবে না বলে মনে করা হচ্ছে। 

গোল ডট কমের এক প্রতিবেদনে লেখা হয়েছে, বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতলেও লিগের লাস্ট বয় হিসেবে মরশুম শেষ করবে এসসি ইস্টবেঙ্গল। কারণ হেড টু হেড-এ নর্থ ইস্ট ইউনাইটেডের থেকে পিছিয়ে লাল হলুদ ব্রিগেড। ১০০ বছরের ইতিহাসে এই প্রথম জাতীয় কোনো লিগে এতটা খারাপ পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। 

East Bengal
দলকে সমতায় ফিরিয়েও হয়নি লাভ।

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে নর্থ ইস্ট ইউনাইটেড দু’বার লিগ শেষ করেছে লিগের অন্তিম স্থানে। ২০১৪ এবং ২০১৭-১৮ মরশুমে। এটিকে মোহন বাগান (আগে যার নাম ছিল এটিকে), বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসি অতীতে কখনও ক্রম তালিকার সবার নীচে লিগ শেষ করেনি। 

বর্তমানে একাদশতম স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। উনিশ ম্যাচে তাদের পয়েন্ট এগারো। একটি মাত্র ম্যাচ জিততে পেরেছে তারা। দশম স্থানে রয়েছে নর্থ ইস্ট। ২০ ম্যাচ শেষে তাদের প্রাপ্ত পয়েন্ট চোদ্দ।