WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) আগেই দ্বিতীয় বার অনুশীলনে নামলেন ভারতীয় দল। তবে বাধ্যতামূলক ছিল না অনুশীলন। তাও বেশিরভাগ ক্রিকেটারই অনুশীলন করে গেছেন। আসেন কৃবল মহম্মদ সিরাজ , উমেশ যাদব, এবং সংরক্ষিত খেলোয়াড় সুর্য কুমার যাদব।

WTC Final: India's Determination to Win the Test Championship

টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) আগেই দ্বিতীয় বার অনুশীলনে নামলেন ভারতীয় দল। তবে বাধ্যতামূলক ছিল না অনুশীলন। তাও বেশিরভাগ ক্রিকেটারই অনুশীলন করে গেছেন। আসেন কৃবল মহম্মদ সিরাজ , উমেশ যাদব, এবং সংরক্ষিত খেলোয়াড় সুর্য কুমার যাদব।

Advertisements

আড়াই ঘন্টার অনুশীলনে রোহিত শর্মাকে দেখা গেল কোচ রাহুল দ্রাবিড়ের সাথেই- থ্রোডাউন বোলিংয়েই অনুশীলন করলেন তিনি। যেখানে অস্ট্রেলিয়া শিবার ভরসা করছে স্কট বোলান্ড এবং প্যাট কামিন্সের ওপর, ষেখানে ভারতকে আশ্বাস রাখতে দেখা গেল তাদের বাঁহাতি বোলিংএ।

   

চেতশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, শুভমন গিল এবঃ মহম্মদ শামিকে রান করতে দেখা যায় অনুশীলনে । তবে, তিরিশ মিনিট ধরে ব্যাটিং অনুশীলন করে শামি, এর থেকে বোঝা যায় যায় যে তিনি তাঁর ব্যাটিংকেও সমান গুরুত্ব দিতে চান।

স্পিনারদের বিরুদ্ধে অনুশীলন করতে দেখ্ যায় বিরাট কোহলিকে। এরমর স্লিকে ক্যাচ নেওয়ার অনুশীলন করেন তিনি। সাথে ছিলেন গিল এবও রাহানে।
তবে উইকেটকিপার নিয়ে এখনো ধন্দে আছে ভারতীয় দল। কে এস ভরতের কিপার ভালো হলেও ব্যাটিং আগ্রাসী নয়।  এদিকে ইশান কিশান সম্পূর্ণ উল্টো। রিসভ পন্থের ফাপা ভাবটা মেটানোর জন্য অনেকে কিশান কে দলে চাইলেও অনেকে ভরতের ওপরই আস্থা রাখছেন বেশি।