গত ২০২২ বিশ্বকাপে একেবারে অন্য ছন্দে ধরা দিয়েছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে পরাজিত হতে হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় গোটা দল। সেখান থেকে ফাইনালে ফ্রান্স কে হারিয়ে বিশ্বকাপ জয়।
যেন এক স্বপ্নের অধ্যায়। এক্ষেত্রে দলের ট্রফি জয়ের অন্যতম কান্ডারী থেকেছেন আর্জেন্টাইন গোলরক্ষক ইমি মার্টিনেজ। (Emiliano Martínez) এবার তিনিই আসতে চলেছেন শহর কলকাতায়। শুনতে অবাক লাগছে? তবে এটাই সত্যি। ক্রীড়াপ্রেমী শতদ্রু দত্তের উদ্যোগে ভারতে আসছেন ইমি।
যতদূর জানা গিয়েছে, আগামী জুন মাসের তৃতীয় সপ্তাহ কিংবা জুলাই মাসের প্রথম সপ্তাহে শহরে আসতে পারেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। তবে সেখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, কলকাতা সফরে এসে নাকি মোহনবাগান সুপারজায়ান্টস পরিদর্শনে ও আসবেন এই আর্জেন্টাইন তারকা। তবে যেহেতু তিনি খেলার মধ্যে রয়েছেন, সেজন্য কোনো প্রীতি ম্যাচে মাঠে নামতে দেখা যাবে না ইমি কে। যারফলে, চোখের সামনে তার খেলা দেখার সুযোগ যে হাতছাড়া হতে চলেছে তা কিন্তু বলাই চলে।
এছাড়াও কলকাতা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রিন্স অফ ক্যালকাটা তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ও দেখা করবেন মেসির এই সতীর্থ তারকা। শোনা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ জার্সি ও আনবেন মার্টিনেজ। বর্তমানে তার আসার অপেক্ষায় কলকাতাবাসী।