বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের স্বপ্ন শেষ, কাতারের কাছে পরাজিত ভারত

এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না ভারতের (India)।  নির্ধারিত সময়ের শেষে ১-২ গোলের ব্যবধানে শক্তিশালী কাতারের কাছে পরাজিত হল ইগর স্টিমাচের ছেলেরা। ভারতীয় দলের হয়ে…

India Defeated by Qatar

এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না ভারতের (India)।  নির্ধারিত সময়ের শেষে ১-২ গোলের ব্যবধানে শক্তিশালী কাতারের কাছে পরাজিত হল ইগর স্টিমাচের ছেলেরা। ভারতীয় দলের হয়ে গোল করে এগিয়ে দিয়েছিলেন লালিয়ান জুয়ালা ছাংতে। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়েছিল ব্লু-টাইগার্সরা। যা নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। ব্যাপকভাবে তার প্রভাব পড়েছিল ম্যাচের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত আর ধরে রাখা সম্ভব হলনা রাহুলদের। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে এসে দুইটি গোল তুলে নেয় শক্তিশালী কাতার দল। গোল পান যথাক্রমে ইউসুফ আয়মেন এবং দাপুটে সেন্টার ফরোয়ার্ড আহমেদ আল-রাভি।

Advertisements

আজকের এই ম্যাচের শুরু থেকেই ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করেছিল ব্র্যান্ডনরা। এমনকি একাধিকবার গোলের সহজ সুযোগ ও হাতছাড়া করেন বাঙালি ফরোয়ার্ড রহিম আলী। নাহলে প্রথমার্ধেই একাধিক গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত ভারতীয় ফুটবল দল। তাদের এই আক্রমণ যথেষ্ট ব্যাকফুটে ঠেলে দিয়েছিল কাতারকে।

বিজ্ঞাপন

তারপর ৩৭ মিনিটের মাথায় ছাংতের পা থেকে আসে বহু প্রতীক্ষিত গোল। প্রথমার্ধের শেষে ঘরের মাঠেই পিছিয়ে পড়ে কাতার। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ওঠার লক্ষ্য থাকলেও ভারতীয় আপফ্রন্টের সামনে বারংবার পিছিয়ে পড়তে হয় তাদের। কিন্তু সময় এগোনোর সাথে সাথে চাপ ক্রমশ বাড়াতে থাকে টিনটিন মার্কুয়েজের ছেলেরা।

তারপর ম্যাচের ৭৩ মিনিটের মাথায় আয়মেনের পা থেকে আসে বিতর্কিত গোল। এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ দেখা দেয় ভারতীয় দলের ফুটবলারদের মধ্যে। এমনকি সেটি খতিয়ে দেখার আবেদন জানিয়ে ও কাজের কাজ কিছুই হয়নি। এই গোলের পর থেকেই মনোবল ভাঙতে শুরু করে আনোয়ারদের। সেই সুযোগ কাজে লাগিয়েই রাভির গোলে ব্যবধান বাড়ায় কাতার। আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি ইগর স্টিমাচের ছেলেদের।