World Cup : বিশ্বকাপ জয়ের দাওয়াই যৌন সংসর্গ!

২৮ বছর পর দেশকে বিশ্বকাপ (World Cup) এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১১ বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাহির ছক্কা বুঝিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্বে…

World Cup : বিশ্বকাপ জয়ের দাওয়াই যৌন সংসর্গ!

২৮ বছর পর দেশকে বিশ্বকাপ (World Cup) এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১১ বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাহির ছক্কা বুঝিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্বে ভারতের দাপট। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল সচিন তেন্ডুলকরের। তবে তার আগে ড্রেসিংরুমে প্লেয়ারদের মনে জোর দিতে,একাগ্রতা ফেরাতে দলের ততকালীন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনের দাওয়াই ছিল যৌন সংসর্গের!

এমনটাই বিস্ফোরক দাবি করেছেন আপটন। তাঁর লেখা আত্মজীবনী মূলক বই, দ্য বেয়ারফুট কোচ-এ আপটন লিখেছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ের মহারণের আগে প্লেয়ারদের মানসিক ভাবে ঠিক রাখতে তিনি যৌন সংসর্গের দাওয়াই দিয়েছিলেন। বিষয়টি তিনি ততকালীন কোচ গ্যারি কার্স্টেনকে লিখিত ভাবে জানিয়ে ছিলেন। তবে এমন টোটকায় যে কার্স্টেন খুশি হননি, তাও অকপটে স্বীকার করে নিয়েছেন আপটন। বলেছেন, এমন টোটকায় দেখে কার্স্টেন রীতিমতো ক্ষোভ উগরে দেন তাঁর ওপর। পরে অবশ্য আপটন এ জন্য কার্স্টেনের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।

Advertisements

তবে শুধু ২০১১-তেই প্রথম বার এমন দাওয়াই দেননি আপটন। এর বছর ২ আগে অর্থাৎ ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সময়ও প্লেয়ারদের পারফরম্যান্স বাড়াতে যৌন সংসর্গের দাওয়াই দিয়েছিলেন প্যাডি আপটন।