World Cup: ধরমশালায় খালিস্তানি জঙ্গি পোস্টার, স্টেডিয়ামে জঙ্গি তালিবানের পতাকা উড়বে?

জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস দিয়েছে ক্রিকেট বিশ্বকাপে (World Cup Cricket) হামলার হুমকি। হিমাচলের রাজধানী শিমলা সহ বি়ভিন্ন এলাকায় খালিস্তান সমর্থকদের আস্ফালন ও পোস্টার দেখা…

জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস দিয়েছে ক্রিকেট বিশ্বকাপে (World Cup Cricket) হামলার হুমকি। হিমাচলের রাজধানী শিমলা সহ বি়ভিন্ন এলাকায় খালিস্তান সমর্থকদের আস্ফালন ও পোস্টার দেখা গেছে। হামলার আশঙ্কায় বিশ্বকাপের আসর ধরমশালা স্টেডিয়ামের পাশে নিরাপত্তা প্রবল। শনিবার এই মাঠেই বিশ্বকাপের খেলায় মুখোমুখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও ইসলামি আমিরশাহি আ়ফগানিস্তানের। দুই দেশের সমর্থক তেমন আসেনি ধরমশালায়। তবে যারা এসেছেন নিজ নিজ দেশের পতাকা এনেছেন।

কূটনৈতিক মহলের নজর তালিবান জঙ্গি শাসিত আফগানিস্তানের দিকে। তালিবান দখলে চলে যাওয়ার পর এই দেশটিকে কূটনৈতিক স্বীকৃতি দেয়নি ভারত। তালিবান দখলে চলে যাওয়ার পর আফগানিস্তানের জাতীয় পতাকা বদলে দেয় তালিবান জঙ্গিরা। সেই পতাকা নিয়ে কেউ যাতে ধরমশালা স্টেডিয়াম ঢুকতে না পারে সেদিকে কড়া নজর পুলিশের। তবে যে কয়েকজন আফগান সমর্থক এসেছেন তারা পুরনো জাতীয় পতাকা নিয়ে উল্লসিত। সরাসরি জানাচ্ছেন, কোনওভাবেই তালিবান শাসন মানবেন না। বাংলাদেশি সমর্থকরাও নিজের দেশের হয়ে এসেছেন।

ক্রিকেটে আফগানিস্তান ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। যে কোনও দলকেই চিন্তায় রাখে। তাদের প্রতিপক্ষ বাংলাদেশ রীতিমতো শক্তিশালী দল॥ এই দুই দেশের খেলায় তীক্ষ্ম নজর কূটনীতিকদের। কারণ, সোভিয়েত নিমন্ত্রণ সরতেই ১৯৯৬ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালিবান জঙ্গিরা। এরপর আমেরিকায় টুইন টাওয়ারে বিমান হামলার পর আফগানিস্তানে ঢোকে মার্কিন সেনা। আমেরিকা নিয়ন্ত্রণ ছাড়ে ২০২১ সালে। সেই বছর ১৫ আগস্ট দ্বিতীয়বার তালিবান জঙ্গি সরকার দখল করে আফগান শাসন।

আফগান সরকারে জঙ্গিরা। তারা সবরকম বিনোদন নিজেদের মতো তৈরি করে ধর্মীয় আইনের নামে নিষিদ্ধ করেছে আফগানিস্তানে। তবে বাদ ক্রিকেট। কূটনৈতিক মহলের যুক্তি ক্রিকেট দিয়েই নিজেদের ভাবমূর্তি নরম রাখতে মরিয়া তালিবান। জঙ্গি নিয়ন্ত্রিত আফগানিস্তানের কাছে ক্রিকেট কূটনীতি অন্যতম অবলম্বন।