World Cup 2023: টেনশন দূর করে পাকিস্তানকে সুখবর দিল ভারত

World Cup Pakistan

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারত থেকে ভিসা পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। অনেক দিন ধরে পাকিস্তান ভিসা না পাওয়া একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। কিন্তু সপ্তাহের শুরুতেই পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা পেয়েছেন স্বস্তির খবর। ভিসা পেয়েছে টিম পাকিস্তান।

Advertisements

আগামী ২৭ আগস্ট হায়দ্রাবাদে পৌঁছতে হবে পাকিস্তান দলকে। এমন পরিস্থিতিতে ভারতে আসার জন্য দলের হাতে এখন আর খুব বেশি সময় বাকি নেই। পাকিস্তান ছাড়াও আফগানিস্তানের জন্যও ভিসা অনুমোদন করেছে ভারত। যার ফলে দুই দলই যে কোনো সময় ভারতে পৌঁছাতে পারে। পাকিস্তান ভিসা না পাওয়ার বিষয়ে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবি জানিয়েছিল, বিশ্বকাপের দিন ঘনিয়ে আসছে, কিন্তু পাকিস্তানকে এখনও ভিসা দেওয়া হয়নি। এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের অনুশীলনে। তাই উচিত যত দ্রুত সম্ভব ভারতের কাছ থেকে ভিসা পাওয়া।

Advertisements

এই অভিযোগের পর সোমবার ভিসা পেয়েছে পাকিস্তান। বিলম্বিত ভিসার কারণে বাবর আজমকেও তার পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। বাবর ২২ সেপ্টেম্বর দুবাই যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তারপর সেখান থেকে ভারতে উড়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় বাবরের পরিকল্পনা বদল করতে হয়। দুবাই যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয় তাকে।

আগামী ২৭ আগস্ট হায়দ্রাবাদে পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তানের। এদিন তাকে তার প্রথম অনুশীলন ম্যাচ খেলতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে চলেছে পাকিস্তান। এ ছাড়াও ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকবেন আপামর ক্রিকেট প্রেমীরা। আগামী ১৪ অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের এই হাইভোল্টেজ ম্যাচ।।