দাবার ছকে মানবতা! থ্যালাসেমিয়া রোগীদের পাশে মাইন্ড গেম ও চেসমিট

World Chess Day 2025 tournamnet for Thalassemia Awareness by Mind Game Chess Academy and Chessmit Foundation

২০ জুলাই বিশ্ব দাবা দিবস (World Chess Day 2025) উপলক্ষে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিল মাইন্ড গেম চেস অ্যাকাডেমি (Mind Game Chess Academy) ও চেসমিট ফাউন্ডেশন (Chessmit Foundation)। দাবা খেলার মাধ্যমে থ্যালাসেমিয়ায় (Thalassemia) আক্রান্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ইতিমধ্যেই শহরের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

দুটি সংস্থা যৌথভাবে আয়োজন করতে চলেছে এক বিশেষ দাবা প্রতিযোগিতার। ফলত এর থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে থ্যালাসেমিয়া সোসাইটির হাতে। এই প্রতিযোগিতায় অংশ নেবেন কর্পোরেট দুনিয়ার বিশিষ্ট ব্যক্তি, চিকিৎসক, অধ্যাপক, সাংবাদিক ও বিভিন্ন পেশার কৃতী ব্যক্তিত্বেরা। এই আয়োজনে একদিকে যেমন চলবে দাবার প্রতিযোগিতা, অন্যদিকে তেমনই শহরের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে তা রূপ নেবে এক বৃহৎ সামাজিক উদ্যোগে।

   

মাইন্ড গেম চেস অ্যাকাডেমির সিইও ডঃ জয়ন্ত সরকার এই উদ্যোগ সম্পর্কে বলেন, “আবার আমরা দাবার মাধ্যমে মহান উদ্যোগে সামিল হচ্ছি। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের এই উদ্যোগ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা কয়েক বছর ধরে ডিমেনশিয়া ও অ্যালজাইমার্সের মতো রোগ প্রতিরোধে দাবা খেলার ইতিবাচক প্রভাব নিয়েও কাজ করছি।”

মঙ্গলবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেসমিট ফাউন্ডেশনের সভাপতি মধুরিমা সেনগুপ্ত বন্দ্যোপাধ্যায়, সংস্থার সচিব অনির্বাণ মুখার্জি, রোটারি ক্লাব অফ ক্যালকাটা আভিয়ানার প্রেসিডেন্ট শর্মিষ্ঠা দাস সহ একাধিক বিশিষ্টজন। বিশ্ব দাবা দিবসে এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleপুজোর আগে ভুয়ো খবরে বিভ্রান্তি, প্রকাশ্যে কলকাতা পুলিশের সতর্কতা বার্তা
Next articleআরও শক্তিশালী তেজস! দ্বিতীয় GE-404 ইঞ্জিন পেল ভারতীয় বায়ুসেনা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।