২০ জুলাই বিশ্ব দাবা দিবস (World Chess Day 2025) উপলক্ষে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিল মাইন্ড গেম চেস অ্যাকাডেমি (Mind Game Chess Academy) ও চেসমিট ফাউন্ডেশন (Chessmit Foundation)। দাবা খেলার মাধ্যমে থ্যালাসেমিয়ায় (Thalassemia) আক্রান্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ইতিমধ্যেই শহরের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
দুটি সংস্থা যৌথভাবে আয়োজন করতে চলেছে এক বিশেষ দাবা প্রতিযোগিতার। ফলত এর থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে থ্যালাসেমিয়া সোসাইটির হাতে। এই প্রতিযোগিতায় অংশ নেবেন কর্পোরেট দুনিয়ার বিশিষ্ট ব্যক্তি, চিকিৎসক, অধ্যাপক, সাংবাদিক ও বিভিন্ন পেশার কৃতী ব্যক্তিত্বেরা। এই আয়োজনে একদিকে যেমন চলবে দাবার প্রতিযোগিতা, অন্যদিকে তেমনই শহরের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে তা রূপ নেবে এক বৃহৎ সামাজিক উদ্যোগে।
মাইন্ড গেম চেস অ্যাকাডেমির সিইও ডঃ জয়ন্ত সরকার এই উদ্যোগ সম্পর্কে বলেন, “আবার আমরা দাবার মাধ্যমে মহান উদ্যোগে সামিল হচ্ছি। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের এই উদ্যোগ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা কয়েক বছর ধরে ডিমেনশিয়া ও অ্যালজাইমার্সের মতো রোগ প্রতিরোধে দাবা খেলার ইতিবাচক প্রভাব নিয়েও কাজ করছি।”
মঙ্গলবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেসমিট ফাউন্ডেশনের সভাপতি মধুরিমা সেনগুপ্ত বন্দ্যোপাধ্যায়, সংস্থার সচিব অনির্বাণ মুখার্জি, রোটারি ক্লাব অফ ক্যালকাটা আভিয়ানার প্রেসিডেন্ট শর্মিষ্ঠা দাস সহ একাধিক বিশিষ্টজন। বিশ্ব দাবা দিবসে এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।