Nikhat Zareen: ঘুষির জোরে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জরিন

ভারতকন্যার বিশ্বসেরা মর্যাদা। ঘুষির জোরে দেশের জন্য সোনালি সন্ধ্যা উপহার দিলেন বক্সার নিখাত জরিন। (Nikhat Zareen) হায়দরাবাদের নিখাত মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নের নিজ বিভাগে সেরা…

Nikhat Zareen: ঘুষির জোরে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জরিন

ভারতকন্যার বিশ্বসেরা মর্যাদা। ঘুষির জোরে দেশের জন্য সোনালি সন্ধ্যা উপহার দিলেন বক্সার নিখাত জরিন। (Nikhat Zareen) হায়দরাবাদের নিখাত মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নের নিজ বিভাগে সেরা হলেন।

৫০ কেজি বিভাগে নিখাত জরিনের কাছে পরাজিত হয়েছেন ভিয়েতনামের বক্সার। 

   

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে 50 কেজি বিভাগে ভিয়েতনামের নুগুয়েন থি ট্যামের বিরুদ্ধে ৫-০ পয়েন্টের ব্যবধানে জয়ী নিখাত জারিন। তিনি সহ আরও দুই মহিলা বক্সার সোনা জিতেছেন। আগামী ২০২৪ প্যারিস অলিম্পিকে পদক জেতার দাবিদার নিখাত।

Advertisements

দু’বার বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন নিখাত জরিন। তিনি স্পর্শ করলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মেরি কোমের নজির। এর আগে নিখাত কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। মেরি কমের পর ভারতীয় মহিলাদের বক্সিংয়ে তিনিই এখন সবচেয়ে বড় তারকা।