এএফসির টুর্নামেন্ট খেলছে না মোহনবাগান, কোন পথে নুনোর ভবিষ্যত?

গত মরসুমে আইএসএলের লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেই সুবাদেই এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিল ময়দানের এই…

Nuno Reis Begins His Preparation in Mohun Bagan Jersey

গত মরসুমে আইএসএলের লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেই সুবাদেই এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিল ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল আপামর বাগান জনতা। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই নয়া সিজনের প্রস্তুতি নিয়েছিল মোহনবাগান। শেষ সিজনের বেশ কিছু ফুটবলারদের রিলিজ করে দিয়ে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে টানে সবুজ-মেরুন। যা নিঃসন্দেহে চমক ছিল সকলের কাছেই। এরপর দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের মরসুম শুরু।

Also Read | East Bengal FC : ছুটি শেষে ইস্টবেঙ্গলের অনুশীলনে কোন চমক থাকল দেখুন

   

তারপর আইএসএলের শুরুর দিকে ফের চমক দেয় মোহনবাগান। দেশের অন্যান্য ফুটবল ক্লাব গুলিকে পেছনে ফেলে নুনো রেইসকে (Nuno Reis) সই করায় মোহনবাগান ম্যানেজমেন্ট। একটা সময় এই পর্তুগিজ তারকাকে দলে টানার জন্য পড়শী ক্লাব আসরে নামলেও শেষ বেলায় চমক দেয় সবুজ-মেরুন। যারফলে নয়া ফুটবল সিজনে সপ্তম বিদেশি হিসেবে তিনি যোগদান করেন মোহনবাগানে। গত মরসুমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির হয়ে খেলেছিলেন জেমি ম্যাকলারেনের এই সতীর্থ ফুটবলার। রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছিলেন সেখানে।

Also Read | বাগান-শুভাশীষ চুক্তির নয়া তথ্য ফাঁস

কিন্তু নয়া সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের কথা মাথায় রেখেই তাঁকে টেনেছিল বাগান ব্রিগেড। শোনা গিয়েছিল আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সবুজ-মেরুনের সপ্তম বিদেশি হিসেবে দলে এসেছেন এই দাপুটে ফুটবলার। সেইমতো তাঁর সঙ্গে চুক্তি করেছিল ম্যানেজমেন্ট। অনেকেই মনে করেছিল চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচ থেকেই হয়তো দলে দেখা যাবে নুনোকে। কিন্তু তাঁর আগেই বদলে যায় গোটা পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ তৈরি হওয়ায় ইরানে ট্র্যাক্টর এফসির বিপক্ষে খেলতে যেতে অস্বীকার করে মোহনবাগান।

পরবর্তীতে দলের ফুটবলারদের নিরাপত্তার কথা উল্লেখ করে এএফসির কাছে বিশেষ চিঠি ও পাঠায় মেরিনার্সরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হয় মোহনবাগান সুপার জায়ান্টকে। পাশাপাশি দল না পাঠানোর কথা উল্লেখ করে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতি পূরণের কথাও জানানো হয়েছিল এএফসির তরফে। শেষ পর্যন্ত সেটি মকুব করা হলেও এই বছর আর অংশ নিতে পারবে না মেরিনার্সরা। সেটা নিঃসন্দেহে হতাশাজনক সবুজ-মেরুন সমর্থকদের কাছে। এই পরিস্থিতিতে আদৌও মোহনবাগান জার্সিতে খেলতে পারবেন নুনো রেইস?

Also Read | অবসর নিয়ে কোন দলের কোচের দায়িত্বে আসছেন ঋদ্ধিমান সাহা!

একটা সময় জেসন কামিন্সের পরিবর্তে তাঁকে আইএসএল রেজিস্টার করানোর কথা শোনা গেলেও সেটা স্পষ্ট নয়। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয়তো তাঁকে লোন ডিলে অন্যত্র পাঠাতে পারে ময়দানের এই প্রধান। সেক্ষেত্রে এই পর্তুগিজ ফুটবলারকে দলে নিতে আসরে নামতে চাইবে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। তবে এখনও পর্যন্ত খুব একটা ভালো পরিস্থিতিতে নেই বাগান রক্ষণভাগ। এই পরিস্থিতিতে তাঁকে দলে খেলানোর পরিকল্পনা থাকলেও বাঁধ সাধছে‌ বিদেশি ফ্যাক্টর। তাই শেষ পর্যন্ত নুনোকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় মোহনবাগান, সেটাই দেখার বিষয়।