চলতি উইন্টার ট্রান্সফার উইন্ডোকে (Winter Transfer) কাজে লাগিয়ে দলের মধ্যে একাধিক বদল আনতে তৎপর ক্লাব গুলি। আইএসএল হোক কিংবা আইলিগ। ভুল ত্রুটি শুধরে নিজেদের আরও শক্তিশালী করে তোলাই এখন প্রধান লক্ষ্য সকলের। যদিও এক্ষেত্রে খুব একটা সক্রিয় নয় কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মরসুমের শুরুতে তাঁদের দলে নেওয়া ফুটবলাররাই এবার ফুল ফোঁটাচ্ছেন ব্যাপকভাবে। যারফলে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সিনিয়র দলে বদল আসার সম্ভাবনা অনেকটাই কম।
তবে এবার নিজেদের রিজার্ভ দলের এক ফুটবলারকে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তিনি ব্রিজেশ গিরি। হ্যাঁ ঠিকই শুনেছেন। গত মরসুমের শুরুতে ইন্ডিয়ান অ্যারোজ থেকে তাঁকে দলে টেনেছিল মোহনবাগান শিবির। পরবর্তীতে যুব দলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের রক্ষণভাগকে। এমনকি গত ফুটবল মরসুমে মোহনবাগানের ডুরান্ড কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলার এই ফুটবল তারকা।
বিশেষ সূত্র মারফত খবর, এবারের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অন্যত্র যোগদান করতে চলেছেন ব্রিজেশ। সেক্ষেত্রে তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। তবে শুধুমাত্র বেঙ্গালুরু নয়। ব্রিজেশকে দলে নেওয়ার জন্য নাকি আগ্ৰহ দেখাতে শুরু করেছে আইলিগের আরও একাধিক ফুটবল ক্লাব। হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত ময়দানের এই প্রধানের সঙ্গে চুক্তি রয়েছে এই তরুণ ডিফেন্ডারের। সেক্ষেত্রে আদৌ বাড়তি ট্রান্সফার দিয়ে দলে নেবে নাকি লোন চুক্তিতে তাঁকে অন্যত্র পাঠাবে মোহনবাগান, সেটা এখনও চূড়ান্ত নয়।
আগামী ১৭ই জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। গত ডার্বি ম্যাচের পর এই ম্যাচের দিকে বিশেষ নজর থাকবে সকলের। এক্ষেত্রে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে দুই পক্ষের।