ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে: টমাস ব্রডারিক

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল (East Bengal) এফসিকে ঘরের বাইরে ১-০ ব্যবধানে হারিয়েছে চেন্নাইন এফসি। দল যে জয়ের পথে ফিরে আসতে পেরেছে তাতে খুশি হেডকোচ…

Thomas Broderick

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল (East Bengal) এফসিকে ঘরের বাইরে ১-০ ব্যবধানে হারিয়েছে চেন্নাইন এফসি। দল যে জয়ের পথে ফিরে আসতে পেরেছে তাতে খুশি হেডকোচ থমাস ব্রডারিক এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে।

খেলা শেষে চেন্নাইন এফসি কোচ টমাস ব্রডারিককে ম্যাচের টার্নিং পয়েন্ট প্রসঙ্গে জানতে চাইলে বলেন,”এমনটা ভাববেন না। ভিপি সুহেইও ক্লিটনের (পাস) সাথে সুযোগ পেয়েছেন। হারানো সুযোগও খেলার অংশ। সুযোগ মিস করলেও ম্যাচের শেষ দিকে তারা ভালো খেলেছে। আমাদের ডিফেন্স সংগঠিত ছিল। সবাই পিচে(মাঠে) ২০০ শতাংশ দিয়েছে। লাল কার্ডের পর (ভাফাকে) আমরা একসঙ্গে লড়াই করেছি। এজন্য আমরা এখানে তিন পয়েন্ট অর্জন করেছি।”

Advertisements

এই একই প্রসঙ্গে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেছেন ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে যে,”আমি এখানে কোনও অজুহাত দিতে আসিনি। আমরা দু-তিনটে গোলের সুযোগ পেয়েছি। তার মধ্যে একটাও কাজে লাগাতে পারলে বিরতিতে আমরা ১-০ গোলে এগিয়ে থাকতে পারতাম। তা হলে ম্যাচটাই অন্য রকম হত।”

   

এই প্রসঙ্গে কনস্টাটাইন আরও বলেন, “গোলের সামনে আমাদের আরও সতর্ক হতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট ভাল খেলেছি। তবে ওরা কর্নার থেকে অনায়াসে একটা গোল পেয়ে যায়। যা খুবই হতাশাজনক। ওই গোলটা খাওয়া উচিত হয়নি। গোলের পরে ওদের যখন একজন কমে গেল, তার কিছুক্ষণ পরেই আমাদেরও একজনকে মাঠ ছাড়তে হল। এই ধরনের ভুল করলে চলে না। এই ভুলগুলোরই খেসারত দিতে হল আমাদের। পর পর দুটো হার স্বীকার করতে হয়েছে।”

টানা হারের আবহে ১১ নভেম্বর ইস্টবেঙ্গল এফসি বেঙ্গালুরু উড়ে যাবে রয় কৃষ্ণ,সুনীল ছেত্রী, প্রবীর দাস সমৃদ্ধ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলার জন্য। হাতে ৬ দিন সময় আছে লাল হলুদ ফুটবলার কোচের। ক্ষত মেরামতি করে রেড এন্ড গোল্ড ব্রিগেড উইনিং ট্র‍্যাকে ফিরে আসতে পারবে কি তা নিয়ে কাটাছেড়া অব্যাহত।

Advertisements