বড় দলের ঘুম কেড়ে নিতে তৈরি ভবানীপুর ক্লাব। এসে পৌঁছেছেন উইলিস প্লাজা (Willis plaza )। বাকি দুই বিদেশি ফুটবলার আগেই ছিলেন দলের সঙ্গে।
মতো এবারেও নজরকাড়া দল গঠন করেছে ভবানীপুর। বড় ক্লাবে খেলা একাধিক তারকা রয়েছেন স্কোয়াডে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচে খেলেছে তারা। পরপর এসেছে জয়।
অনুশীলন ম্যাচে এখনও পর্যন্ত সবথেকে বেশি নজর কেড়েছেন জিতেন মুর্মু। ইনিও এক সময় অনেক সম্ভাবনা নিয়ে এসেছিলেন কলকাতায়। অনেক স্বপ্ন নিয়ে সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানে। কিন্তু কোথাও সেই অর্থে সুযোগ পাননি। বয়স বাড়লেও এখনও ফুরিয়ে যাননি জিতেন। একের পর এক গোল করে সেটাই তিনি বোঝাচ্ছেন।
জিতেন মুর্মুর সঙ্গে আক্রমণভাগে ঝাঁঝ বাড়াবেন উইলিস প্লাজা। নিজের দিনে প্লাজা যে কোনো দলের ডিফেন্স ভাঙতে সক্ষম। তিনিও অনেক সম্ভাবনা নিয়ে এসেছিলেন কলকাতায়। সাড়া ফেলে দিয়েছিলেন লাল হলুদ জার্সিতে। শুরুটা ভালো হলেও শেষটা মনের মতো হয়নি।
ইস্টবেঙ্গলের পর মহামেডান স্পোর্টিং ক্লাবেও সুযোগ পেয়েছিলেন। পর নিজের চেনা ছন্দ খুঁজে পেয়েছিলেন চার্চিল ব্রাদার্সের হয়ে। প্রচুর গোল করেছিলেন। সেই ফর্ম ধরে রাখতে পারলে ফের জেগে উঠবে কলকাতা ময়দানের জায়ান্ট কিলাররা।