DHFC: হারবারের গোলের বন্যায় ভেসে গেল ক্যালকাটা পোর্ট ট্রাস্ট

দল গড়েই সাড়া ফেলে দিয়েছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। এবার মাঠে নেমেও তাই। ক্যালকাটা পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে একের পর এক গোল করলেন হারবারের ফুটবলাররা।…

Diamond Harbour Football Club Vs. Calcutta Port Trust

দল গড়েই সাড়া ফেলে দিয়েছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। এবার মাঠে নেমেও তাই। ক্যালকাটা পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে একের পর এক গোল করলেন হারবারের ফুটবলাররা।

ক্যালকাটা পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে ম্যাচের ২ মিনিটেই গোল। ডান প্রান্ত বরাবর আক্রমণ তুলে এনেছিল ডায়মন্ড হারবার। উইং থেকে ভাসানো ক্রস ঠিক বুঝতে পারেননি পোর্ট ট্রাস্টের ফুটবলার। সেই সঙ্গে বৃষ্টি ভেজা মাঠ। নিজেদের গোলে বল পাঠিয়ে দিয়েছিলেন পোর্ট ট্রাস্টের খেলোয়াড়।

ম্যাচের ১৯ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেছেন তুহিন শিকদার। এদিনের খেলায় বারংবার চোখে পড়েছেন তুহিন। প্রতিপক্ষের রক্ষণে একাধিকবার চলে গিয়েছিলেন গোল করার মতো জায়গায়। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আরও গোল থাকতে পারতো ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের নামের পাশে। ১৯ মিনিটে চোখ ধাঁধানো গোল করেছেন তুহিন। প্রতিপক্ষের বক্সের একটু বাইরে থেকে লম্বা শট। দুরন্ত গতিতে পোর্ট ট্রাস্টের জালে জড়িয়ে দেন বল।

কাদা মাঠে লং বলে ভরসা রেখেছিলেন হারবারের কোচ কিবু ভিকুনা। কলকাতা ফুটবলের সঙ্গে পরিচিত স্প্যানিশ কোচ জানেন যে এরকম মাঠে ছোটো পাশে কাজ হবে না। বল মাটিতে আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই লং বল থিওরি। ফুটবলাররাও কোচের কথা মতো খেলেছেন। স্বস্তি পেয়েছেন কিবু ভিকুনা।

ম্যাচের একেবারে অন্তিম লগ্নে এসে আরও একটা গোল ডায়মন্ড হারবারের। এবার স্কোরার সন্দীপ পাত্র। বিদেশি হীন দল নামিয়েও জিততে কোনো সমস্যা হয়নি ডায়মন্ড হারবারের। তাদের এই খেলা এবং গোল করার দক্ষতা নিশ্চই চোখে পড়েছে কলকাতার অন্যান্য ক্লাবের।