জোর জল্পনা চলছে গতকাল থেকেই,ইতিমধ্যে ইস্টবেঙ্গল (East Bengal) টিম ম্যানেজমেন্ট নাকি সিদ্ধান্ত নিয়েছে আরও দুই মরশুমের জন্যে তারা চুক্তি বাড়াতে চলেছে লাল হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। যদিও পরবর্তী সময়ে এই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়েছেন স্বয়ং লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন।তিনি নিজে সাংবাদিক সম্মেলনে এসে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন।
স্টিফেন কনস্টানটাইন জানিয়েছেন, চুক্তি বাড়ানোর বিষয় তার সাথে কোনও কথা হয়নি লাল হলুদ ব্রিগেডের। তবে সরকারি ভাবে কোনও কথা না হলেও ময়দানে এখন জোর গুঞ্জন স্টিফেন নাকি আর কয়েক মরশুমের জন্যে থেকে যেতে বলেছে লাল-হলুদের কর্ম কর্তারা। এর থেকে যতোটা বোঝা যাচ্ছে তাতে মরশুম শেষে ইস্টবেঙ্গলের তরফে স্টিফেন কনস্টানটাইনকে ফের চুক্তি বাড়ানোর প্রস্তাব দিতে পারে লাল হলুদ শিবির।
এদিকে,বেঙ্গালুরু এফসির কাছে হারের পর থেকে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর উপর ভীষণ চটেছে সবুজ মেরুন সমর্থকরা। তারা ইতিমধ্যে জুয়ান ফেরান্দোকে সরিয়ে এটিকে মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাস অথবা আইএসএলের অন্যতম জনপ্রিয় কোচ লোবেরাকে দেখতে চাইছে এই পজিশনে। তবে ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা এবং সমর্থকদের চিন্তা ভাবনার মধ্যে বিস্তর ফারাক।অনেক সময় তারা শত বিতর্কের মধ্যেও দলের কোচকে খাপ খাইয়ে নিতে সময় দেয়। এখন এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়।