চোটের জন্য আইপিএলে অনিশ্চিত শামি? চাঞ্চল্যকর মন্তব্য বাংলার পেসারের

চোটের কারণে বর্তমানে ভারতের ক্রিকেট দল থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। কবে সম্পূর্ণ ফিট অবস্থায় তাঁকে পাওয়া যাবে সেটাই এখন আলোচ্য বিষয় আপামর ভারতবাসীর কাছে।…

Will Mohammed Shami Play for Gujarat Titans? Speedster Uncertain About IPL 2025 Future

চোটের কারণে বর্তমানে ভারতের ক্রিকেট দল থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। কবে সম্পূর্ণ ফিট অবস্থায় তাঁকে পাওয়া যাবে সেটাই এখন আলোচ্য বিষয় আপামর ভারতবাসীর কাছে। এছাড়াও আইপিএল ২০২৫-এ কি মহম্মদ শামি গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। গুজরাট টাইটান্স কি শামিকে রিটেন করবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

তবে বাংলার স্পিডস্টার নিজেই জানিয়েছেন, গুজরাট টাইটান্সের পক্ষ থেকে তাঁর সাথে এখনও কোনো কথা হয়নি। ৩১ অক্টোবরের মধ্যে আইপিএল দলগুলোকে তাদের রিটেন খেলোয়াড়দের তালিকা বিসিসিআইকে জমা দিতে হবে। সময় ফুরিয়ে আসছে, তবে শামির গুজরাটে থাকা নিয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনও জানা যায়নি (Mohammed Shami IPL 2025)।

   

গতকাল ভারতীয় ক্রিকেটদলের সাথে অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শামি স্পষ্টভাবে জানিয়েছেন, “আমি জানি না গুজরাট টাইটান্স আমাকে রিটেন করবে কিনা। এই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির হাতে। যদি তাঁরা মনে করে আমাকে রিটেন করা দরকার, তাহলে করবে, আর না হলে করবে না। এখনো পর্যন্ত ম্যানেজমেন্টের সঙ্গে এই নিয়ে আমার কোনও আলোচনা হয়নি। তবে যদি তাঁরা আমাকে রিটেন করতে চায়, আমি কেন আপত্তি করব?”

নেইমারের পনেরো বছরের রেকর্ড ভাঙলেন ‘ব্রাজিলিয়ান মেসি’

আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চের মতো সাফল্য না পেলেও আইপিএলের মঞ্চে বরাবরই দলকে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন তিনি। শামি আইপিএল ২০২২ মেগা নিলামে ৬.২৫ কোটি টাকায় গুজরাট টাইটান্সে যোগ দিয়েছিলেন এবং এরপর থেকেই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।আইপিএল ২০২২-এ তিনি ২০টি উইকেট নিয়েছিলেন এবং আইপিএল ২০২৩-এ আরও দুর্দান্ত পারফরম্যান্স করে ২৬টি উইকেট নিয়ে পেয়েছিলেন পার্পল ক্যাপ। এছাড়াও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাটের প্রথমবার আইপিএল জয়ের ক্ষেত্রেও শামির অবদান ছিল সবথেকে বেশি।

আইনি জটিলতায় আনোয়ারের ভবিষ্যৎ নিয়ে সংশয়, রঞ্জিত বাজাজের পোস্ট কীসের ইঙ্গিত

প্রসঙ্গত উল্লেখ্য যে গতকালই ভারতীয় দলের অনুশীলনে শামিকে নেটে বোলিং করতে দেখা যায়। এছাড়াও শুভমন গিল এবং ধ্রুব জুরেলকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আউটও করেন তিনি। ২০২৪ আইপিএল সিজনে চোটের কারণে খেলতে পারেননি ভারতীয় এই তারকা বোলার। শেষবার বল হাতে দৌড়েছিলেন ২০২৩ বিশ্বকাপ ফাইনালে। চোটের কবলে অনিশ্চিত থাকলেও গুজরাট টাইটান্সের হয়ে দুটি সিজনে মোট ৪৮টি উইকেট নিয়েছেন বাংলার এই তারকা বোলার। তবে শেষমেশ আসন্ন আইপিএলের (Mohammed Shami IPL 2025) জন্য গুজরাট টাইটান্স কি তাকে রিটেন করবে নাকি মেগা নিলামের জন্য তাকে ছেড়ে দেবে সেটাই এখন দেখার বিষয়।