বিগত কয়েক মরসুম ধরেই অনবদ্য পারফরম্যান্স করে আসছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে অনায়াসেই আইএসএলের পাশাপাশি লিগ শিল্ড এসেছে ক্লাব তাঁবুতে। সেই নিয়ে যথেষ্ট খুশি বাগান সমর্থকরা। চলতি ফুটবল মরসুমে সেই ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য ছিল ম্যানেজমেন্টের। সেইমতো আন্তোনিও লোপেজ হাবাসের পরিবর্তে জোসে মোলিনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল বাগান শিবির। কোচ বদলের পাশাপাশি গতবারের তুলনায় দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। সেজন্য দলের আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগে ও একাধিক বদল আনে বাগান শিবির।
আইএসএলের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে অনবদ্য ছন্দে ধরা দেয় সবুজ-মেরুন শিবির। নয়া কোচ জোসে মোলিনার তত্ত্বাবধানে পরবর্তীতে একের পর এক ম্যাচে সহজ জয় তুলে নিতে থাকে ময়দানের এই প্রধান। যারফলে অনায়াসেই টুর্নামেন্টের বাকি দলগুলিকে টেক্কা দিয়ে লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল মোহনবাগান। মাঝে বেশ কয়েকটি ম্যাচে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি। তারপর ফের জয় সরণিতে ফিরে আসে জেসন কামিন্সরা। স্বাভাবিকভাবেই এমন দুরন্ত পারফরম্যান্সের দৌলতে প্রতিপক্ষ দলগুলির সঙ্গে পয়েন্টের বিস্তর ফারাক হয়ে যায় মেরিনার্সদের।
Also Read | Sunil Chhetri comeback: অবসর ভেঙে বাংলাদেশ-মালদ্বীপের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রী
তারপর গত কয়েক সপ্তাহ আগেই শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। এবার এই ধারা বজায় রেখেই আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সবুজ-মেরুনের। যেদিকে তাকিয়ে আপামর বাগান জনতা। গত বছর অল্পের জন্য সেই ট্রফি হাতছাড়া হলেও এবার তা জেতার সুযোগ রয়েছে দলের কাছে। সেইমতো গত কয়েকদিন ধরে গোটা দলকে অনুশীলন করাচ্ছেন মোলিনা। অন্যদিকে, এখন থেকেই আগামী মরসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। বিভিন্ন সূত্র মারফত খবর, আগামী সিজনে কয়েকটি বদল আসতে পারে দলের অন্দরে।
কিন্তু আদৌ কি দায়িত্বে থাকবেন জোসে মোলিনা? পূর্বেই জানা গিয়েছিল, যে আপাতত একটি সিজনের চুক্তিতেই এই স্প্যানিশ কোচকে দলে টেনেছে সবুজ-মেরুন। তবে শর্ত অনুযায়ী লিগ শিল্ড জয় করতে পারলে আগামী সিজনের জন্য ও তাঁকেই দায়িত্বে রাখার পরিকল্পনা ছিল বাগানের। সপ্তাহ কয়েক আগেই দ্বিতীয়বারের জন্য শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্সরা। স্বাভাবিকভাবেই মোলিনার থাকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এবার সেই নিয়েই উঠে আসলো এক নয়া তথ্য। একটি সংবাদ মাধ্যমের তরফে মোহনবাগানে থাকার প্রসঙ্গে মোলিনা বলেন, ” আমি একটি বছরের চুক্তিতে সই করেছিলাম। তাঁর সঙ্গে আরও একটা মরসুমের ক্লজ রয়েছে। ম্যানেজমেন্টের উপরে অনেকটা বিনয় রয়েছে। তবে মোহনবাগানে আমি যথেষ্ট ভালো আছি।”
যারফলে অনেকেই মনে করতে শুরু করেছেন যে মোহনবাগান সুপার জায়ান্টের হয়েই হয়তো আগামী মরসুমে কোচিং করাতে দেখা যাবে আইএসএল জয়ী এই কোচকে।