ইতিমধ্যে হীরা মন্ডল,মহম্মদ রফিকের মতো ফুটবলার’রা ইস্টবেঙ্গল ( East Bengal) ছেড়েছে। এমন গুনগত মানের ফুটবলার’রা ক্লাব ছাড়ায় আপাতত দারুণ সমস্যার মধ্যে আছে ইস্টবেঙ্গল।তাই দল গঠনের বাজারে আপাতত পুরনো ফুটবলার’দের উপর ভরসা রাখছে লাল হলুদ ব্রিগেড।
Advertisements
ইতিমধ্যে গতবারের ফুটবলার রাইট ব্যাক অঙ্কিত মুখার্জি’কে দলে নিয়েছে লাল হলুদ ব্রিগেড’কে।এর আগে এরিয়ান,মহামেডান,এটিকে,এটিকে মোহনবাগানে খেলে গেছে এই ফুটবলার।গত মরশুমে ১৮ টা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গলে।তার সাথে কলকাতা প্রিমিয়ার লিগ,ডুরান্ড কাপ অবধি চুক্তি করেছে ইস্টবেঙ্গল।এই দুই প্রতিযোগীতার পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী সময়ে আইএসএলের জন্য অঙ্কিতের সাথে চুক্তি করতে পারে লাল হলুদ ব্রিগেড।অর্থাৎ এখনও গোটা মরশুমে এই বাঙালি ফুটবলারের খেলা নিশ্চিত নয়।
Advertisements