Dimitri Petratos: চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম‍্যাচে খেলবেন কি পেত্রাতোস, জানুন বিস্তারিত

Dimitri Petratos playing football for Mohun Bagan Club

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারের পর খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছিলো এটিকে মোহনবাগানের তারকা অস্ট্রেলিয়ার ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে (Dimitri Petratos)।  চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে নিজেদের মাঠে অনুশীলন সারলো এটিকে মোহনবাগান।

Advertisements

এই অনুশীলনে দিমিত্রি পেত্রাতোসকে একেবারেই চেনা ছন্দে পাওয়া গেছে।তার অনুশীলন করতে কোনও রকম সমস্যা হয়নি।দিমিত্রি চোট পাওয়ার পর তাকে নিয়ে একটা দারুণ সংশয় তৈরী হয়েছিল।তিনি আদৌও চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলবেন কিনা সেটা বোঝা যাচ্ছিলো না। এই আতঙ্কের মাঝে এটিকে মোহনবাগানের ফিজিও দল অত্যন্ত তৎপরতার সাথে দিমিত্রি কে সারিয়ে তোলার কাজ করছিলো। এর ফলে দ্রুত সুস্থ হয়েই মাঠে ফিরলো দিমিত্রি।

Advertisements

তবে প্রথম এগারোতে তিনি থাকবেন কিনা,সেটা এখনও স্পষ্ট নয় এখনো।তবে এদিন অনুশীলনে দারুণ দেখিয়েছে তাকে। হুগো বুমোস এবং ফ্রেডরিকো গ‍্যালেগোর সাথে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যাবে দিমিত্রি পেত্রাতোসকে।