আগামী ১০ আগষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ক্লাবের নতুন তাঁবু এবং পরিকাঠামো উদ্বোধন করতে৷ শোনা গিয়েছিল সেই’দিন উপস্থিত থাকবেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা সঞ্জীব গোয়েঙ্কা।
সূত্রের খবরের দাবি অনুযায়ী ওইদিন মোহনবাগানের থেকে এটিকের নাম সরিয়ে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন তিনি,এমনটাই শোনা গেছিলো।
এই খবর শোনার পর থেকে ক্লাব সমর্থক’দের মধ্যে নতুন আশার সঞ্চার হলেও ক্লাব সচিব দেবাশিস দত্তের বক্তব্য শুনলে আশাহত হবে তাদের।পরবর্তী সময়ে স্বয়ং ক্লাব সচিব এবিষয়ে নিরাবতা ভেঙেছেন,এবিষয়ে তার বক্তব্য – ” বুধবার নতুন পরিকাঠামো এবং ক্লাব তাঁবু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ।তবে ওই দিন এটিকের নাম মুছতে চলেছে ক্লাবের নামের পাশ থেকে,এই কথা একেবারেই সত্য নয়।কেউ কেউ উদ্দেশ্যপ্রানোদিত ভাবে এই কাজ করছেন।”
অর্থাৎ ওই সংশ্লিষ্ট খবর’কে আবার ভিত্তিহীন বলে উড়িয়ে সমর্থক’দের প্রতীক্ষার আরো দীর্ঘায়িত করলো ক্লাব সচিব।