ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলবেন ভিগনেশ? জানিয়ে দিলেন ওয়েন কোয়েল

শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমামি…

vignesh dakshinamurthy

শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। এই ম্যাচে জয় পেলে তাঁদের সংগ্রহে থাকবে একুশ পয়েন্ট। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দলকে টেক্কা দিয়ে অনায়াসেই তাঁরা উঠে আসবে পয়েন্ট টেবিলের দশম স্থানে। সেটাই এখন অন্যতম লক্ষ্য লুকাস বামব্রিলাদের। তবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করাটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন চেন্নাইয়িন এফসির আইএসএল জয়ী কোচ।

   

সেইমতো নিজের একাদশ সাজানোর পরিকল্পনা থাকবে ওয়েন কোয়েলের। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার তেমন সম্ভাবনা না থাকলেও এই ম্যাচে জয় পেতে চাইবেন সকলে। উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে ঘরের মাঠে এই প্রধানের কাছেই পরাজিত হতে হয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল দলকে। এবার দ্বিতীয় লেগে বদলা নেওয়ার লক্ষ্য থাকবে কোনর শিল্ডদের। এছাড়াও কেরালা ম্যাচের শাস্তি কমায় ইস্টবেঙ্গল ম্যাচে খেলতে বাঁধা নেই জর্ডান উইলমার গিলের। তবে কিছুটা হলেও চিন্তায় রাখছে দলের রক্ষণভাগ।

Advertisements

গত কয়েকদিন পর্যন্ত ভিগনেশ দক্ষিণামূর্তির খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও লাল-হলুদ ম্যাচের আগে সেই নিয়েই মুখ খোলেন চেন্নাইয়িন কোচ ওয়েন কোয়েল। সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ” ভিগনেশ আমাদের দলের সঙ্গে প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। আমি আশা করছি ভিগনেশ ফিট থাকবে এবং আগামী ম্যাচে দলের জার্সিতে খেলার জন্য প্রস্তুত থাকবে। আগে ও দলের হয়ে সে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে আমাদের দলের ডিফেন্স লাইনকে।”

বলাবাহুল্য, গত হায়দরাবাদ ম্যাচের পর এখনও পর্যন্ত জয়ের সরণিতে ফেরেনি চেন্নাইয়িন দল। পরাজিত হতে হয়েছে একের পর এক ম্যাচ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই এখন অন্যতম লক্ষ্য দক্ষিণের এই ফুটবল ক্লাবের।