Mohun Bagan: আদৌ মোহনবাগান ছাড়বেন আনোয়ার? জানুন

বিগত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। শেষ মরশুমে আইএসএলের শিল্ড এসেছে তাদের ঝুলিতে‌। যারফলে এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলতে নামবে…

Anwar Ali

বিগত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। শেষ মরশুমে আইএসএলের শিল্ড এসেছে তাদের ঝুলিতে‌। যারফলে এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। তার জন্য আরো শক্তিশালী দল গড়তে চাইছে ম্যানেজমেন্ট। নিজেদের দলের অন্দরে এসেছে একাধিক বদল। রিলিজ করে দেওয়া হয়েছে বেশ কিছু বিদেশি ফুটবলারদের।

এবার কি সেই তালিকায় যুক্ত হবে আনোয়ার আলির নাম? সেই নিয়েই দেখা দিয়েছে প্রবল জল্পনা। বলাবাহুল্য, গত ফুটবল সিজনে সবুজ-মেরুন জার্সি অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই ভারতীয় ডিফেন্ডারের। রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি এএফসির মতো টুর্নামেন্টে গোল এসেছিল পাঞ্জাবের এই ফুটবলারের পা থেকে। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সের ক্ষেত্রে।

   

কিন্তু নতুন মরশুমে আনোয়ারের থাকা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এই ভারতীয় সেন্টার ব্যাককে দলে রাখা নিয়ে মতভেদ রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে। উল্লেখ্য, গত কয়েকদিনে টম অলড্রেড থেকে শুরু করে আলবার্তো রদ্রিগেজের মত ফুটবলারদের দলে টেনেছে সবুজ-মেরুন। এই হাইপ্রোফাইল ফুটবলারদের উপস্থিতি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আনোয়ারের সুযোগ পাওয়ার বিষয়টি।

এই পরিস্থিতিতে যদি তাকে যথাযথ সুযোগ দিতে রাজি থাকে সবুজ মেরুন ম্যানেজমেন্ট, তাহলে নয়া মরশুমে এই ক্লাবেই থেকে যেতে পারেন জাতীয় দলের এই ফুটবলার। না হলে অন্য কোনও ফুটবল ক্লাব তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করলে সেখানেই চলে যেতে পারেন বছর তেইশের এই ফুটবলার।